নতুন খেলার সাথে ছাত্র-ছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমার পোস্টগুলো যারা নিয়মিত পড়ে তারা জানেন যে আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আর শিক্ষক হবার কারণে আমি সব সময় আমাদের স্কুলের ভালো বিষয়গুলোকে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করে থাকি। আমরা আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে চাই। এর জন্য আমরা প্রয়োজনে নিজেরাও কোন কাজ করে তাদেরকে সেগুলো শেখানোর চেষ্টা করি। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বিগত কয়েক বছর যাবত আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যান্য বছরগুলোতে আমরা শুধুমাত্র অনুষ্ঠানের কার্যক্রম হিসেবে সাংস্কৃতিক বিষয়গুলোই রেখে থাকি কিন্তু এ বছরে আমাদের অনুষ্ঠান টা একটু বড় প্রকৃতিতে করার ইচ্ছা রয়েছে। যেহেতু অনুষ্ঠান আরো বড় ভাবে করতে চাচ্ছি তাই আমরা সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি খেলাধুলার বিষয়গুলো যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই কাজে সব থেকে বেশি পরিশ্রম করার প্রয়োজন হচ্ছে আমাকে এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষককে। আমরা দুজনেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন ছাত্রছাত্রীদেরকে নতুন নতুন খেলার সাথে পরিচয় করিয়ে দেওয়া যায় এবং সেই খেলাগুলোই আমাদের এই বার্ষিক অনুষ্ঠানে পরিচালনা করতে পারি।
যেহেতু এটা একটা নতুন খেলা তাই এই খেলার সাথে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা পূর্বে পরিচিত ছিল না। যেহেতু পূর্বে পরিচিত ছিল না তাই তাদেরকে শেখানোর জন্য আমাদের স্কুলের প্রধান শিক্ষক নিজেই কাজ শুরু করে দিয়েছিল। তিনি নিজেই চেষ্টা চালাচ্ছিল ছাত্র-ছাত্রীদেরকে খেলাটা খেলে দেখানোর। সত্য কথা বলতে ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের নিজেই খেলায় অংশগ্রহণ করার এই বিষয়টা দেখে অনেক খুশি হয়েছে।
আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি সেটা হচ্ছে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে যদি কোন একটা জিনিস শেখানো যায় তারা খুব কম সময়ের মধ্যে শিখে নিতে পারে। এজন্য যেকোনো যিনি শেখানোর ক্ষেত্রে আমাদের খুবই ভালো হয়। খেলাধুলা সহ নাচ-গান অন্যান্য সকল বিষয়েই আমি এমনটাই লক্ষ্য করে দেখেছি। যদি অল্প পরিমানে পরিশ্রম দেওয়া যায় তাদের সাথে তাহলেই অনেক ভালো কিছু উপহার তারা আমাদেরকে দিয়ে দেয়।
এজন্য আমরা সব সময় নিজেরা যুক্ত থাকি তাদের সাথে যেন তাদেরকে সকল বিষয়গুলোতে ভালোভাবে গড়ে তোলা সম্ভব হয়। আর এই কাজটা আমরা বিগত কয়েক বছর যাবত চালিয়ে যাচ্ছি আশা করি পরবর্তীতেও চালিয়ে যাব। আমাদের গ্রহণ করার এই উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
অনেকদিন পর স্কুলের চমৎকার দৃশ্য দেখতে পেরে বেশ ভালো লাগলো আমার। যেখানে ছাত্র-ছাত্রীদের সাথে সুন্দর মুহূর্ত কাটানো এবং খেলাধুলার এক অন্যরকম অনুভূতি প্রকাশ পেয়েছে। আসলে ছাত্রছাত্রীদের সাথে এভাবে আনন্দ উল্লাসে মেতে থাকলে লেখাপড়ার প্রতি একটা উৎসাহ সৃষ্টি হয়। কারণ লেখাপড়ার একঘেয়েমিতা দূরে থাকে।
ছাত্র-ছাত্রীদেরকে বিষয়গুলো আমরা খুবই সুন্দর ভাবে শেখানোর চেষ্টা করে যাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনারা সবাই দেখছি ছাত্র-ছাত্রীদের সাথে বেশ আন্তরিক। বাচ্চারা সবসময় নতুন কাজের প্রতি আগ্রহী হয়। আর নতুন নতুন খেলা তাদের অনেক ভালো লাগে। আপনার পোস্ট পড়ে সত্যি অনেক ভালো লাগলো ভাইয়া।
এটা ঠিক কথা বলেছেন আমরা সকলেই ছাত্র-ছাত্রীদের সাথে খুবই আন্তরিক।