লাইফস্টাইলঃ রাতের বেলায় হঠাৎ করে ছোট মাছ ধরা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকদিনই আমি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে আজকে ও তেমনি একটা নতুন পোস্ট শেয়ার করছি। ঘটনাটা গতকাল রাতের সময়টা তখন সম্ভবত প্রায় রাত বারোটা। আমি জরুরী কাজে একটু বাড়ির বাইরেই ছিলাম। বাড়ি ফেরার পথে হঠাৎ বাড়ির পাশে থাকা একটা ড্রেনের মধ্যে লক্ষ্য করলাম অনেকগুলো মাছ। আসলে গত পরশুদিন বিকেলে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই ড্রেন দিয়ে সেই বৃষ্টির পানি বের হচ্ছে। যেহেতু ড্রেন দিয়ে বৃষ্টির পানি প্রতিনিয়ত বের হচ্ছে তাই সেখানে আস্তে আস্তে অনেকগুলো মাছ এসে জমা হয়ে গিয়েছে। বাড়ি ফেরার পথে আমি ড্রেনের মধ্যে লক্ষ্য করলাম অনেকগুলো মাছ তখনই আমি চিন্তা করলাম যদি এই মাছগুলো এখন ধরা যায় তাহলে ভালই হবে। যেমন চিন্তা তেমনি কাজ বাড়িতে আসলাম এবং একটা জাল নিয়ে পৌঁছে গেলাম ড্রেনের কাছে।
এ ধরনের মাছ ধরতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় কিন্তু আমাকে গতকাল রাতে খুব একটা বেশি সময় অতিবাহিত করতে হয়নি মাছ ধরার কাজে। মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি প্রায় আধা কেজি ছোট প্রকৃতির এই মাছ ধরতে সক্ষম হয়েছি। এত কম সময়ে বেশি পরিমাণে মাছ ধরতে পারার সব থেকে বড় কারণ হচ্ছে সেখানে এতটাই বেশি মাছ ছিল যে একই সাথে আমি মাত্র কয়েক মিনিটে এত বেশি মাছ পেয়ে গিয়েছি।
এরপরে আমি সেই মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পরেই চিন্তায় পড়ে গেলাম যে যদি আমি এইভাবে মাছগুলো পানির মধ্যে রেখে দেই তাহলে কিছুক্ষণ পরেই সবগুলো নষ্ট হয়ে যেতে শুরু করে দিবে। এজন্য আমি সেগুলো পানির মধ্যে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে করে তুলতে শুরু করে দিলাম। যদিও এই কাজ করতে আমাকে অনেক সময় ব্যয় করতে হয়েছে তারপরও আমি কাজটা করলাম কেননা আমি যদি এই কাজ না করতাম তাহলে আমার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যেত।
অনেক সময় ব্যয় করে মাছগুলোকে পরিষ্কার করে একটা পাত্রে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে মা যখন মাছগুলো দেখতে পেল তখন তো রীতিমতো অবাক হয়ে গেল।
রাতের বেলায় হঠাৎ করে এভাবে মাছ ধরার বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময় আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা পোস্ট এর মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
বৃষ্টির সময়ে ড্রেনের মধ্যে প্রচুর পরিমাণে মাছ জমো হয়ে যায়। আপনি দেখছি আপনার এলাকার একটি ড্রেন থেকে রাতের বেলা ছোট মাছ ধরেছেন। আসলে, রাতের বেলা মাছ ধরতে অনেক মজা লাগে। আপনি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে মাছ ধরেছেন। আশা করছি, এই মাছ রান্নার রেসিপি আমরা দেখতে পারবো।
বৃষ্টির দিনে এভাবে মাছ ধরতে আসলেই অনেক বেশি ভালো লাগে।
গ্রামের দিকে বৃষ্টির কারণে পানি বেড়ে যায় এবং এরকম অনেক মাছ পাওয়া যায়। আপনি অল্প সময়ের মধ্যে ছোট ছোট অনেকগুলো মাছ ধরেছেন দেখে ভালো লাগলো। ছোট মাছগুলো খেতেও ভালো লাগে আর এগুলো বেশ পুষ্টিগুণ সম্পন্ন।
গ্রামে পানি বৃদ্ধি পাবার কারণে যে কোন জায়গাতেই মাছ পাওয়া যায়।
আপনার রাতে মাছ ধরার অভিজ্ঞতা থেকে খুব ভালো লাগলো। আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন মাছ ধরার অনুভূতিটা। অনেকগুলো মাছ পেয়েছেন দেখছি।
রাতের বেলায় এতগুলো মাছ দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সময় বৃষ্টির পানিতে অনেক রকমের মাছ পাওয়া যায়। আর এই ছোট ছোট মাছগুলো বৃষ্টির পানিতেই বেশি পাওয়া যায়। এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আপনি মাছ ধরেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
ঠিক কথা বলেছেন বৃষ্টির দিনে অনেক ধরনের মাছ পাওয়া যায়।
বাড়ির পাশে পানি যাওয়ার ড্রেন থেকে আপনি অনেক সুন্দর ছোট মাছ পেয়েছেন ।বৃষ্টি হওয়ার কারণে মাছগুলো এক জায়গায় জমা ছিল বলে এতগুলো মাছ রাত বারোটার সময় পেয়েছেন। দিনের বেলায় হলে মাছগুলো পাওয়া যেত না ।রাত বারোটার সময় ছোট মাছ ধরার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দিনের বেলায় অনেকে মাছ ধরছিল তাই তো আমি রাতের বেলায় ধরতে পেরেছি।