শীতের রাতে পিকনিক করার আনন্দ
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। শীতকালে আসলেই যেন গ্রাম বাংলার প্রকৃতিতে শীতের আমেজের সাথে সাথে পিকনিকের আমেজও চলে আসে। আমি লক্ষ্য করে দেখেছি শীতকালে মানুষেরা সব থেকে বেশি পিকনিক করে থাকে। যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি তাই এই ধরনের কাজের সাথে নিজেকে সবসময়ই যুক্ত রাখার মত সুযোগ পেয়ে যায়। অনেকদিন থেকেই ছেলেদের মধ্যে লক্ষ্য করছিলাম তারা পিকনিক করার জন্য বারবার বলা পাওয়া করছিল। কিন্তু কোন ভাবেই পিকনিক করার মত সময় সুযোগ করতে পারছিলাম না। এরপরে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম এবং একটা দিন নির্ধারণ করলাম পিকনিক করার জন্য। যেহেতু আজকে পিকনিকের দিন ছিল তাই আজকের পোস্ট শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। কারণ পিকনিকের খাওয়া-দাওয়া শেষ করে আমি এইমাত্র বাড়িতে আসলাম।
যেহেতু আগে থেকেই আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের দিনে পিকনিক করবো তাই আমরা আগে থেকে টাকা উত্তোলন করে নিয়েছিলাম। টাকা উত্তোলনের কাছে শেষ হয়ে যাবার পরে আমরা বিকেলের দিকে সকলে বাজারের দিকে রওনা দিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আমাদের প্রয়োজনীয় উপকরণ আমরা বাজার থেকে বিকেলেই ক্রয় করে নিয়ে এসেছিলাম। যেহেতু আগে থেকেই সবকিছু কিনে এনেছিলাম তাই রাতে রান্না করার সময় আমাদের তেমন কোন কষ্ট করতে হয়নি। আমরা সন্ধ্যা থেকেই রান্না সকল উপকরণ কাটাকাটির কাজ শেষ করে ফেলেছিলাম।
সকল উপকরণ সংগ্রহ করা হয়ে যাবার পরে আমরা রান্না শুরু করেছিলাম। যেহেতু শীতের দিনের পিকনিক তাই সকলেই রান্নার কাছাকাছি অবস্থান করছিল গরম হবার জন্য। বর্তমান সময়ে গ্রামে অনেক বেশি শীত পড়ছে তাই সকলে রান্নার আগুনের কাছাকাছি অবস্থান করেছিল। রান্না শেষ হয়ে যাবার পরে আমরা সকলে মিলে একত্রিত ভাবে খাওয়া দাওয়া করলাম। আসলে এই মুহূর্তটা আসলেই অনেক ভালো লাগার মত মুহূর্ত। গ্রামের সকল ছেলেরা যখন একত্রিতভাবে এইভাবে শীতের রাতে খাওয়া-দাওয়া করা যায় সেখানে অনেক বেশি মজা হয়। আপনারা ও যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারাও হয়তোবা এমন সুন্দর পিকনিক করার মতো মুহূর্ত অনেক বেশি উপভোগ করেছেন। আপনারা কেমন ভাবে এই আনন্দ উপভোগ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোস্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতকালীন পিকনিক গুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে।আর গ্ৰামের ছেলেদের সাথে পিকনিক করলে একটু বেশি মজা হয়। আমি ও আমাদের গ্ৰামের ছেলেদের সাথে বেশ কয়েকবার পিকনিক করেছিলাম। আপনি দেখছি বেশ কয়েকজন লোক নিয়ে পিকনিকের আয়োজন করেছিলাম। আয়োজন টি বেশ অসাধারণ হয়েছিল ভাইয়া।
আসলে শীতকালে এই ধরনের পিকনিকে অন্য রকমের একটা মজা থাকে।
গ্রামের ছেলেদের মাঝে শীতকালে পিকনিক খাওয়ার ধুম পড়ে যায়।আমাদের এলাকায় ছেলেরা এই শীতের মাঝে জমির ধান কাটা মাঠে তাবু টানিয়ে মাইক বাজিয়ে পিকনিক করে ও রাত যাপন করে।সত্যি বেশ ভালোই লাগে। আপনারা দেখছি বেশ ভালোই এনজয় করেছেন পিকনিকে।বেশ চমৎকার সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন পিকনিকের। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।
আমরা মাঝে মাঝে এই গ্রামের ছেলেদেরকে নিয়ে এমন পিকনিকের আয়োজন করি।
এই বিষয়টার সাথে আমিও একমত হ্যাঁ গরমের তুলনায় শীতের সময় মানুষ বেশি পিকনিক করে আর শীতের সময় পিকনিক করার আলাদা একটা মজা আছে সবাই রান্নার চুলার চারপাশ দিয়ে দাঁড়িয়ে থাকে। নিজেদের মধ্যে পিকনিকের একটা উত্তেজনাক কাজ করে। আপনার পিকনিকের পোস্ট পড়ে আমার নিজেরই তো আবার পিকনিকের আনন্দ উপভোগ করতে ইচ্ছে করছে হাহাহা।
ঠিক কথা বলেছেন গরমের তুলনায় শীতের সময় বেশি পিকনিক করা হয়।
আমাদের গ্রামে প্রায় আমরা রাতের বেলা পিকনিকের আয়োজন করতাম। কিন্তু বেশ কিছু দিন হয়লো এই শীতে এখনো কোন পিকনিক খাইনি।আসলেই গ্রাম অঞ্চলে এইরকম সবাই মিলে শীতের রাতে পিকনিক খেতে খুবই ভালো লাগে।আপনার পোস্ট টি পড়ে দারুণ লাগলো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনারা ও এভাবে পিকনিক করতে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
সত্যি বলতে যারা গ্রামে থাকে একমাত্র তারাই অনেক বেশি আনন্দ করতে পারে সকলের সঙ্গে। হঠাৎ করেই যখন গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয় তখন নিজেকে একদম একা একা লাগে আর এরকম সুন্দর মুহূর্ত কাটানো যায় না। যাইহোক অনেকদিন ধরেই পিকনিকের কথা চলছিল অবশেষে সবার কাছ থেকে টাকা নিয়ে পিকনিক টা করে ফেললেন দেখছি। শীতের রাতে এরকম পিকনিক করতে অনেক মজা লাগে গত শীতেও অনেকবার পিকনিক করেছিলাম তবে শীতে হয়তোবা হবে না। যাইহোক আপনাদের কাটানো সুন্দর মুহূর্তটা দেখে অতীতের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক কথা বলেছেন এইভাবে পিকনিক করলে অনেক মজা করা যায়।
শীতের রাতে গ্রামের লোকজন পিকনিকের আয়োজন করে। আমিও যখন গ্রামের বাড়িতে যাই তখন সবাইকে এরকম পিকনিকের আয়োজন করতে দেখি। যাই হোক আপনারাও বেশ মজা করে সবাই পিকনিক করেছেন। ঠিকই বলেছেন বেশি শীতের কারণে সবাই চুলার আসে পাশে থাকতে বেশি পছন্দ করে। যাই হোক আপনাদের সুন্দর মুহূর্ত দেখে ভালো লাগলো।
এরকম পিকনিকের মধ্যে মজাটাই অন্যরকমের।
কিছুদিন আগে আমরাও গ্রামে এইরকম পিকনিক করেছি। আপনার মত আমি নিজেও গ্রামে বসবাস করি। আসলে শীতকাল আসলে পিকনিক করতে অনেক ভালো লাগে। যাই হোক আপনার টাকা উত্তোলন করে পিকনিক করেছেন শুনে বেশ ভালো লাগলো। আসলে শীতকালে পিকনিক গুলো খাওয়ার সে আনন্দ বেশি হয়। ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
কিছুদিন আগে আপনিও এইভাবে পিকনিক করেছেন এটা জানতে পেরে ভালো লাগলো।