লেবেল - ২ হতে যা শিখেছি - By @mosaidur || 10% Beneficiary for shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আপনারা সবাই কেমন আছেন, আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় সবাই ভাল আছেন। আমিও বাবা-মার দোয়ায় এবং আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি।
ধন্যবাদ প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি @abb-school এবং স্কুলের সকল লেকচারারগণ যাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমার বাংলা ব্লগ প্ল্যাটফর্ম কে একটি দক্ষ, সৃজনশীল ও মেধাভিত্তিক জনশক্তি গড়ার কাজে নিয়োজিত আছেন। আমি লেভেল -১ সাফল্যের সাথে পাস করেছি।
এবিবি স্কুলের ক্লাস এবং লেবেল- ২ এর লেকচার শীট হতে আমি যা শিখেছি, বুঝেছি এবং হৃদয়াঙ্গম করেছি তা এই লেবেল- ২ লিখিত পরীক্ষায় তুলে ধরার চেষ্টা করলাম । সবার প্রতি শুভ কামনা রহিল।

৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫ - Copy.jpg

লেভেল টু তে যা শিখেছি তা নিম্নে প্রশ্ন পত্রের আলোকে বিশদভাবে উত্তর দিলাম।

১. কী সিকিউরিটি (Key security)
২. ডেলিগেশন (Delegation)
৩. পাওয়ার আপ (Power up)
৪. ওয়ালেট (Waiiet) সংক্রান্ত বিষয়

প্রশ্নঃ কী কয় ধরনের ও কি কি এবং সকল কী ব্যবহার ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব উল্লেখ কর?

উত্তরঃ স্টিমিটে সাধারণত দুই ধরনের কী রয়েছে।

০১. পাবলিক কী (Public Key)
০২. প্রাইভেট কী ( Private Key)

আমাদের কীগুলো যেখানে থাকে-

১১Capture.PNG

০১. পাবলিক কী (Public Key)

পাবলিক কী সাধারণত সবার জন্য উন্মুক্ত, ইহা সংরক্ষণের তেমন প্রয়োজন নেই। ব্লকচেইন এর ডাটা এনক্রিপ্ট করে দেখতে চাইলে করার সময় এই কী ব্যবহার করতে হয়। ব্যক্তিগতভাবে আমরা পাবলিক কী স্টিম স্ক্যান (https://steemscan.com/) এ দেখতে পারি। আমি সংশ্লিষ্ট এড্রেসে ঢুকে আমার নিম্নোক্ত ডাটা গুলো দেখতে পেলাম ।

Capture.PNG

০২. প্রাইভেট কী ( Private Key)

প্রাইভেট কি গুলো নিরাপত্তার সাথে ব্যবহার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কি ব্যবহার করা হয় । প্রাইভেট কি এগুলো সাধারণত ০৪ ধরনের। যথাঃ
১. পোস্টিং কী (posting key)
২. অ্যাক্টিভ কী (active key)
৩. ওউনার কী (owner key)
৪. মেমো কী (memo key)

এক নজরে কী সমূহের ব্যবহার-
keys.PNG

প্রশ্নঃ পোস্টিং কী এর কাজ কি?

প্রাইভেট কী এর মধ্যে যে কী সোশ্যাল একটিভিটি কাজে ব্যবহার করা হয় সেটি হচ্ছে পোস্টিং কী । ইহা দিয়ে নিম্নলিখিত কাজগুলো সাধারণত করা হয়।
স্টীমিটে কোন লেখা প্রকাশ ও এডিট করা
কমেন্ট করা ও কমেন্ট এডিট
ভোট অথবা ডাউন ভোট
একাউন্ট মিউট করা
কোন লেখা/ পোস্ট রিস্টিম
ফলো আনফলো।
এই কী অন্যান্য কী এর মত সংরক্ষণের দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ নয়।

প্রশ্নঃ অ্যাক্টিভ কী এর কাজ কি?

প্রাইভেট কী গুলির মধ্যে যে কী দিয়ে আর্থিক এবং ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করা হয় সে কী এর নাম হচ্ছে অ্যাক্টিভ কী (active key)।
এই কী এর ব্যবহার গুলো নিম্নরূপঃ
টোকন ট্রানস্ফার
প্রোফাইলের তথ্য পরিবর্তন
নতুন ব্যবহারকারী তৈরি
এসবিডি কনভার্শন
পাওয়ার আপ ও পাওয়ার ডাউন
এক্সচেঞ্জের কোন অর্ডার দেয়া ।

গুরুত্বের কথা বিবেচনা করলে মাস্টার পাসওয়ার্ড এর পরপরই এই কী এর অবস্থান। যেহেতু অর্থনৈতিক লেনদেন এই কী দিয়ে সম্পাদন করা হয় তাই কী এর ব্যবহার অনেক সেনসিটিভ। অতীব গুরুত্বের সহকারে এই কী ব্যবহার করতে হবে। যেকোনো ওয়েবসাইটে এই কী ব্যবহার করা উচিত নয় ।

প্রশ্নঃ ওউনার (owner) কী এর কাজ কি?

প্রাইভেট কী গুলোর মধ্যে যে কী টি একাউন্টের মালিকানার সাথে জড়িত সে কী টির নাম হচ্ছে ওনার কী। ব্লকচেইনে নিজের একাউন্ট এর মালিকানা দাবি করতে এই কী প্রয়োজন পড়ে। যদি কোন সময় কী হারিয়ে যায় কিংবা একাউন্ট হ্যাক হয়, সে ক্ষেত্রে একাউন্ট পুনরায় ফিরে পেতে চাই এই কী ব্যবহার করা হয় ।
আপনার যদি স্টিমিট অ্যাকাউন্ট হ্যাক হয়, তবে ওউনার কী ব্যবহার করে যত দ্রুত সম্ভব ৩০ দিনের মধ্যেই স্টিম ওয়ালেটে গিয়ে রিকোভারি করতে হবে।

এর ব্যবহারগুলো নিম্নরূপ -
উনার কী নিজেকে রিসেট করতে এবং অ্যাক্টিভ পোস্টিং কী রিসেট করতে এর প্রয়োজন।
হারিয়ে যাওয়া ও হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেতে।
ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে এ কী ব্যবহার করা হয়।

যদি গুরুত্বের কথা বলি তাহলে বলতে হয় দলিল যেমন জমির মালিকানা স্বত্বের প্রমাণ করে তেমনি উনার কী একাউন্ট রিকভারি করার সময় নিজের দলিলের মতো কাজ করে।

প্রশ্নঃ মেমো কী এর কাজ কি?

গোপনীয় কোন মেসেজ কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাঠাতে যে কী ব্যবহার করা প্রয়োজন তাহা হচ্ছে মেমো কী।
এনক্রিপ্টেড মেসেজ কাউকে পাঠাতে এই কী ব্যবহার করতে হয়।
এনক্রিপ্টেড মেসেজ দেখতে এই কী ব্যবহার করতে হয়।

প্রশ্নঃ Master password এর কাজ কি?

স্টিমিট প্লাটফর্মে হিসাব পরিচালনায় যে কী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। এই কি হচ্ছে সকল কী এর বস। স্টিমিট একাউন্ট খোলার সময় সর্বপ্রথম আমরা এই কী পেয়ে থাকি। উপরে যে কীগুলো আলোচনা করা হয়েছে সেগুলো মূলত মাস্টার পাসওয়ার্ড কে কেন্দ্রীভূত করে হয়েছে, তাই মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে উপরের সবগুলো কী এর কাজ সম্পন্ন করা যায়। এমনকি একাউন্ট রিকভারি করতেও মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।

Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?
পূর্বে আলোচনা করেছি মাস্টার পাসওয়ার্ড সকল কী এর বস। যেহেতু সকল কী এর ব্যবহার এই একটিমাত্র পাসওয়ার্ডের মাধ্যমে করা যায় তাই এর সঠিক সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে, চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব নয়। সবকিছু শেষ হয়ে যাবে, দীর্ঘদিনের তিল তিল করে গড়ে ওঠা নিজের গল্প, লেখা, শেয়ার সবকিছু হারিয়ে যাবে, সকল পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, স্টীমিটকে ঘিরে সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যাবে। ওয়ালেটের সবকিছু অন্যের হয়ে যাবে কিংবা হারিয়ে যাবে । তাই এই কী সংরক্ষণে কখনো অবহেলা উচিত নয়। সীমাহীন গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে এই কীসংরক্ষণ করতে হবে। আমি নিম্নোক্তভাবে আমার বাসার Master password সংরক্ষণ করেছি।
০১. প্রিন্ট করে আলাদাভাবে রেখে দিয়েছি।
০২. ডাইরিতে লিখে রেখেছি।
০৩. নিজের পিসিতে পাসওয়ার্ড দিয়ে লিখে রেখেছি।
০৪. অফিসের পিসিতে পাসওয়ার্ড দিয়ে লিখে রেখেছি।
০৫. আমার সার্টিফিকেটগুলো সাথে লেমিনেটিং করে রেখে দিয়েছি।

প্রশ্নঃ পাওয়ার আপ কেন জরুরী ?

পাওয়ার আপ মানে নিজের একাউন্টে শক্তি বৃদ্ধি করা । স্টিমিটে পাওয়ার আপ বলতে আমরা যা বুঝি স্টিমকে পাওয়ার-এ রুপান্তরিত করে স্টিম পাওয়ারে নিয়ে যাওয়া। স্টিমিটে নিজের engagement বৃদ্ধি করতে, বেশি বেশি রিসোর্স পয়েন্টের প্রয়োজন। এই রিসোর্স পয়েন্টে আমরা পাওয়ার আপ করার মাধ্যমে পেতে পারি। আমাদের ওয়ালেটে ‍যদি বেশি স্টিম পাওয়ার (SP) থাকে তবে আমরা কোয়ালিটি পোস্টে বেশি ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পেতে পারি। স্টিম পাওয়ার কম হলে, ভোট এর ভ্যালু কম হয়।

মার্কেট থেকে স্টিম ক্রয় করেও আমরা পাওয়ার আপ করতে পারি।

পাওয়ার আপ করতে আমাদের ভয় পাওয়া উচিত নয় , কারন পাওয়ার আপ করে আমরা স্টিমগুলো হ্যাকারের হাত থেকে নিরাপদ রাখতে পারি কারন অ্যাকাউন্ট হ্যাক হলেও আমাদের যে স্টিম পাওয়ার থাকে সেটাকে কেউ সহ সহসাই চুরি করতে পারবেনা যতক্ষণ না পর্যন্ত পাওয়ার ডাউন দিচ্ছে। আর পাওয়ার ডাউন দেখলে আমরা সহজেই বুঝতে পারব যে আমাদের একাউন্ট হ্যাক হয়েছে বা পাসোয়ার্ড/কী চুরি হয়েছে তখন আমরা এক সপ্তাহের মধ্যে পাসোয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি একাউন্টটি রিকভার করতে পারি। তাই আমাদের ওয়ালেটে স্টিম গুলো লিকুইড করে না রেখে স্টিম পাওয়ারে রূপান্তরিত করে রাখা ভালো। আমরা চাইলে যেকোন সময় স্টিম পাওয়ার কে পুনরায় পাওয়ার পাওয়ার ডাউন দিয়ে লিকুইড স্টিম করতে পারি।
সম্পূর্ণ স্টিম পাওয়ার কে লিকুইড স্টিম করতে ২৮ দিন লাগে, প্রতি সপ্তাহে ৪ ভাগের এক ভাগ করে পাওয়ার ডাউন হয়। তবে যৌক্তিক কোন কারণ ছাড়া পাওয়ার ডাউন দেওয়া উচিত নয়।

প্রশ্নঃ Power Up এর প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

প্রথমে স্টিমিট লগইন করে তারপর ওয়ালেট অপশনে যেতে হবে। তারপর স্টিম অপশন ক্লিক করে Power Up সিলেক্ট করতে হয়, তা দেখানো হলো-

ড়পগডেুু.PNG

তারপর যে অপশন আসবে এক্টিভ দিয়ে লগইন করে প্রত্যাশিত এমাউন্ট দিয়ে পাওয়ার আপ প্রসেস সম্পূর্ণ করুন।

C১১১১১১১১১১১১apture.PNG

প্রশ্নঃ সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?

⇨ ৩ দিন পর।

প্রশ্নঃ মেমো ফিল্ড এর কাজ কি?

⇨ অমরা যখন কাউকে steem বা sbd পাঠানোই তখন ট্রান্সফার এর সাথে গোপনীয় কোন মেসেজ দিতে মেমো ফিল্ডে দেই।

প্রশ্নঃ ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

⇨ ৫ দিন পর

প্রশ্নঃ ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

⇨ ৩০০।

Sort:  
 2 years ago 

লেভেল 2 ক্লাস করে আপনি তো মনে হয় অনেক কিছু শিখতে পেরেছেন। আপনি যা যা শিখলেন খুবই সুন্দর ভাবে আমাদের সবার মাঝে উপস্থাপনা করলেন। আশা করব পরবর্তী ক্লাসগুলো করে আশা করব সুন্দরভাবে সকল নিয়ম কারণ মেনে চলবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল 2 হতে যা শিখেছেন প্রত্যেকটি বিষয় খুব সুন্দর ভাবে আপনি আপনার পোষ্টের মাধ্যমে উপস্থাপন করেছে যেটা সত্যিই অনেক ভালো লাগার বিষয়। এভাবেই এগিয়ে চলুন আপনি আপনার পরবর্তী লেবেলের জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দেখে বোঝা যাচ্ছে আপনি লেভেল টু থেকে অনেক কিছু অর্জন করেছেন। আমিও নিজেই এরকম লেভেল 1 থেকে আজকে ভেরিফাইড মেম্বার। আমার বাংলা ব্লগের রুলস অনুযায়ী এভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যান।দোয়া করি যেন ভালো কিছু করতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি লেভেল 2 এর পরীক্ষা দিয়েছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুব দারুণ ভাবে পরীক্ষা দিয়েছেন। আমি নিজেও এ পরীক্ষা গুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

লেভেল 2 ক্লাস করে আপনি ভালো কিছু অর্জন করেছেন সেটা আপনার পোষ্ট দেখে বুঝা যাচ্ছে, এবং আমি আশা করি আপনি প্রতিনিয়ত এবিবি স্কুলের ক্লাসগুলো করে, গ্রেজুয়েশন কমপ্লিট করার পরে, আপনার সব দিক থেকে এক্সপেরিয়েন্স হয়ে যাবে। এজন্য আপনাকে কন্টিনিউ এবিবি স্কুলের ক্লাস করে যেতে হবে ধন্যবাদ।

 2 years ago 

লেবেল টু এর ক্লাস থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছেন। যেটা আপনার স্টিমিট প্লাটফর্মে কাজ করার সফলতার দিকে নিয়ে যাবে। আশা করি পরবর্তী লেভেল গুলো ভালো ভাবে পার করতে পারবেন। আপনার শিখনীয় বিষয় খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। তাছাড়া কিউট বাচ্চাটির হাতে আপনার অর্জিত সফলতার প্রতিক চিহ্ন খুব মানিয়েছে। মনে হচ্ছে সেই স্টিমিয়ান শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মনে হচ্ছে লেভেল টু থেকে অনেক ভালই শিক্ষা অর্জন করেছেন। আসলে লেভেল 2 এর মধ্যে পাসওয়ার্ডের সম্পর্কে জানা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখছি এই ক্লাসটা করে অনেক ভালোই শিখেছেন। এভাবেই সবগুলো ক্লাস করে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভাই লেভেল-২ থেকে যে বিষয়গুলো শিখতে পেরেছেন,সেগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আশা করি খুব শীঘ্রই পরবর্তী লেভেলে উত্তীর্ণ হতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি লেভেল ২ এর প্রতিটা জিনিশ খুব ভালো ভাবে আয়ত্ব করতে পেরেছেন তা আপনার লেখা দেখেই বুঝা যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই। আশাকরি সামনের লেভেল গুলো ও এভাবেই অতিক্রম করে যাবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57367.79
ETH 3098.11
USDT 1.00
SBD 2.32