ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর তাই ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে আমরা হাতে মেহেদি পড়ি। মেহেদী পড়লে আমাদের মন প্রশান্তি থাকে আর মেহেদি ডিজাইন যদি সুন্দর করে জানা থাকে তাহলে কিন্তু মেহেদি লাগাতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার মেহেদী ডিজাইন টি।