ঈদে মেহেদী পড়ার অনুভূ।
আসসালামু আলাইকুম
প্রথমেই জানাই সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ আনন্দে কেটেছে। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। আশা করি ঈদে সবাই মেহেদী লাগিয়েছে। আমি ও মেহেদী লাগিয়েছি এবং আপনাদের জন্য কিছু ছবি তুলে রেখেছিলাম।তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মেহেদী পড়তে আমার খুবই ভালো লাগে। মেহেদী ছাড়া কোন অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যায়।
প্রথমে আমি তিনটি ফুল এঁকে নিয়েছি ।
এরপরে নিচের দিকে একটু ডিজাইন করে নিয়েছি।
এবার আস্তে আস্তে উপরের দিকেও ডিজাইন করে নিয়েছি। এবং উপরে একটি ফুল এঁকে নিয়েছি।
এবার আস্তে আস্তে উপরের একটি নখ পর্যন্ত ডিজাইন করে নিয়েছি।
এবার আর একটি নখে ডিজাইন করে নিয়েছি।
এভাবে সম্পূর্ণ নখে ডিজাইন করে নিয়েছি।ব্যাস এভাবেই হয়ে যাবে মেহেদী আর্ট। আর্ট করার থেকে আর্টে বর্ণনা দেয়া খুবই কঠিন। আমি ঠিক তেমনভাবে বর্ণনা দিতে পারিনি। মেহেদী পড়তে আমার খুবই ভালো লাগে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
আপনার টাইটেলে হয়তোবা একটু ভুল আছে অবশ্যই ঠিক করে নেবেন। ঈদের সময় প্রায়ই সকলেই হাতে মেহেদি দেয় বিশেষ করে মেয়েরা সব থেকে বেশি মেহেদী ব্যবহার করে কারণ মেহেদী হয়তোবা সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর একটি মেহেদির ডিজাইন এটি আপু। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন। যাইহোক আপু টাইটেলটা একটু ঠিক করে নিবেন।
ঈদের আগে সবাই হাতের মধ্যে মেহেদি দিয়ে থাকে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। আপনি নিজের হাতের মধ্যে অনেক সুন্দর ভাবে মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনি বেশ কয়েকটা ছবি তুলে রেখেছেন এবং শেয়ার করলেন এটা দেখে খুব ভালো লেগেছে। ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে। আর আপনার হাতের মধ্যেও খুব ভালো লাগতেছে।
খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। ঈদ উপলক্ষে আপনার দেওয়া মেহেদি ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে ডিজাইন টি করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর তাই ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে আমরা হাতে মেহেদি পড়ি। মেহেদী পড়লে আমাদের মন প্রশান্তি থাকে আর মেহেদি ডিজাইন যদি সুন্দর করে জানা থাকে তাহলে কিন্তু মেহেদি লাগাতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার মেহেদী ডিজাইন টি।
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। আর তাই ঈদের আনন্দ আরো বাড়িয়ে তুলতে আমরা হাতে মেহেদি পড়ি। মেহেদী পড়লে আমাদের মন প্রশান্তি থাকে আর মেহেদি ডিজাইন যদি সুন্দর করে জানা থাকে তাহলে কিন্তু মেহেদি লাগাতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আপনার মেহেদী ডিজাইন টি।
আপু, ঈদ উপলক্ষে খুব সুন্দর করে হাতে মেহেদি পড়েছেন দেখে খুব ভালো লাগলো। আমার মেয়েও হাতে মেহেদি পড়তে খুব পছন্দ করে। তাই আপনার হাতে দেয়া ডিজাইনটি দেখে খুব সহজেই মেয়ের হাতে মেহেদি দিয়ে দিতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মেহেদির ডিজাইন শেয়ার করার জন্য।
আপনি ঠিক বলেছেন মেহেদী ছাড়া কোন অনুষ্ঠান অথবা ঈদ অসম্পূর্ণ থেকে যায় । ঈদ অথবা যে কোন অনুষ্ঠানে মেয়েদের হাতে পড়া মেহেদী থাকলে খুবই ভালো লাগে যাইহোক আপু আপনি ঈদ উপলক্ষে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন দিয়েছেন ।ডিজাইন টা খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।