You are viewing a single comment's thread from:
RE: স্বরচিত কবিতা "অদ্ভুত আলো এক "
কবিতার বাণী আজ টাকায় বিক্রি হচ্ছে
সস্তা কাব্য ও গল্প রচনায়,
আধেয়ে থাকে স্তুতি ও তোষামুদের শব্দগাথুনি।
যারা জানেনা ইতিহাস ও ঐতিহ্য
যারা পড়িনি রবীন্দ্রনাথ নজরুল আলাওল
তাদের হাতে রচিত হচ্ছে ধরণীর মহাকাব্য
আপনার কবিতার মাধ্যমে অনেক সুন্দর ভাব প্রকাশ পেয়েছে। অনেক বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন আপনি। আসলেই এখন প্রকৃত অর্থে কোনো কিছুই পড়ি শুদ্ধভাবে করা হচ্ছে না। আমাদের সমাজ থেকে সকল অরিজিনালিটি উঠে গেছে। সত্যিকার অর্থে শিক্ষার সত্যিকার অর্থে মনুষত্ববোধ আমাদের সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। এই কবিতাটি আমাদের সকলেরই পড়া উচিৎ।