You are viewing a single comment's thread from:

RE: মুখরোচক ইফতারের অভিজ্ঞতা।১০% সাইফক্স।

in আমার বাংলা ব্লগ3 years ago

এদিকে আমার মেয়ে বেশ কিছুদিন থেকে অভিযোগ করছিলো সে ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছে। একটু বাইরে ঘুরতে যেতে চায়। কিন্তু রমজান মাস হওয়ায় তাকে নিয়ে বাইরে যাওয়া হয়নি।

আসলেই ভাইয়া রমজান মাস হওয়ায় বাইরে কোথাও কারোই ঘুরতে যাওয়া হচ্ছে না।ছোটরা তো একটু বিরক্ত হবেই।যাইহোক অনেক চমৎকার আর মজার কিছু ইফতারির ছবি শেয়ার করেছেন। সারাদিন রোজা রেখে মুখরোচক খাবার গুলো আমাদের তৃপ্তি দেয়।যাইহোক ভাইয়া অনেক মজাদার ইফতারির ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ

Sort:  

এমনিতেও শহরে থাকার কারণে বাচ্চাকে নিয়ে খুব একটা বাইরে যাওয়া হয়না। আশেপাশে খেলার তেমন মাঠও নেই। এইজন্য এখনকার বাচ্চারা সব ঘরের ভিতরেই মানুষ হয়। তাই সে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110716.57
ETH 4295.49
USDT 1.00
SBD 0.82