আর কতো আর কতো দিন
আমি কাটাবো তোমা বিহীন
শৃঙ্খলিত এ হৃদয় ভগ্নপ্রায়
তোমার পথপানে
নিনির্মেষ চেয়ে রয়
আপনিতো দেখছি অসাধারণ কবিতা লিখেন।। আপনার কবিতার গভীরতা অনেক সুন্দর। কবিতাটি পড়ে আমি অবাক।কবিতায় কারো জন্য অপেক্ষার প্রহর গুনছেন তেমনই প্রকাশ পেয়েছে। আসলে কবিতা হলো মনের আবেগ অনুভূতি প্রকাশের আসল মাধ্যম। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিরহের কবিতা এটি। তবে বাঙালি মনে হয় বিরহের কবিতা লিখতেই বেশি পছন্দ করে। হা হা হা