পুকুর থেকে বড়শিতে মাছ ধরার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা

আসসালামুয়ালাইকুম

প্রীতি ও শুভেচ্ছা

আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার আজকের পোস্ট টি হচ্ছে বড়শিতে মাছ ধরার অনুভূতি।

  • বড়শিতে ছোট মাছ 🐟 🎏 বা বড় মাছ যে মাছ পাওয়া যায় তখন যে আনন্দ হয় তা শুধু যে মাছ ধরে সেই বুঝতে পারে। আর নিজেদের পুকুর থেকে মাছ তোলার আনন্দ তো অনেক বেশি হয়।বিশেষ করে যারা গ্রামে থাকে তারা এই আনন্দটি সবসময় উপলব্ধি করতে পারে। আমার বাবার বাড়িতেও বরশি দিয়ে আগে আমি মাছ ধরতাম। যদিও সব সময় ছোট ছোট মাছ পেতাম ।তবে যে পুকুরে মাছ ফেলা হয় এবং মাছের জন্য খাবার দেয়া হয় ওই পুকুরের মাছ অনেক বড় হয় এবং বড়শিতে ও ধরে।

IMG-20230124-WA0005.jpg

  • এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিবাউশ মাছ ও গ্রাসকার্প মাছ। আমাদের পুকুরেই আমার হাজব্যান্ড অনেক ধরনের মাছ ফেলেছে। তবে মাছগুলো যে এত বড় হয়ে গেছে জানতাম না ।যখনই বড়শিতে মাছগুলো উঠেছে তখনই বুঝতে পেরেছি পুকুরের মাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে মাছগুলো আমার আম্মু পেয়েছে। আমার আম্মু আমাকে দেখতে এসেছে । আর পাশেই নিজেদের যখন এত বড় একটি পুকুর আছে মাছের লোভ সামলাতে পারল না। আমার আম্মুর আবার বড়শিতে মাছ ধরার অনেক শখ। তাই তিনি বসে পড়লেন একটু পর একটি মাছ একে একে তিনটি বড় মাছ পেয়েছেন ।দেখে তো আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছি।

20230123_170527.jpg

20230123_170529.jpg

  • বাড়িতে ছিল অনেক মেহমান।আমার ননদের নতুন বিয়ে হয়েছে তাই তার হাজবেন্ড সহ সবাই আর সবাই মিলে এই বড় মাছগুলোর ভাজি করে খেয়েছি। ভীষণ ভালো লেগেছে। আসলে বরশিতে মাছ পাওয়া যেমন আনন্দ তেমনি সেই মাছ ভাজি করে সবাই মিলে খাওয়ারও অনেক আনন্দ। মাছ করে যখন উঠোনে রাখা হয়েছে তখন দুটো বিড়াল অনেকক্ষণ চেষ্টা করেছে মাছগুলো তুলে নেওয়ার জন্য। আর আমরা তা দেখে বসে বসে মজা করেছি। কিন্তু পারেনি কারণ মাছগুলো ছিল বিড়ালের সাইজ থেকেও বড় ।ছবিতে হয়তো ততটা বড় দেখা যাচ্ছে না। আমিও মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরি ।তবে এত বড় মাছ কখনো ই আমার বড়শিতে ওঠেনি। বেশিরভাগই আমি ছোট ছোট মাছ পাই আর এই মাছগুলো আমাকে অনেক আনন্দিত করেছে তাই আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম।

20230123_165337.jpg

20230123_165346.jpg

🌺 আশা করি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে।ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🌺

🌺 ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🌺

Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

নিজের পুকুরে এরকম বরশি দিয়ে মাছ তোলার মজাটাই আলাদা। ঠিকই বলেছেন যারা গ্রামে থাকে তারা এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে পারে। আমরা এ বিষয়গুলো দূর থেকে দেখি ও আনন্দ উপভোগ করি। যাইহোক মাছ গুলো দেখে ভালোই বড় মনে হচ্ছে। সবাই মিলে খুব মজা করে খেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। পুকুর থেকে মাছ ধরার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন নিজেদের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। তাছাড়া যারা গ্রামে থাকে তারাই এই মজা উপলব্ধি করতে পারে। একদম ঠিক বলেছেন মাছগুলো কিন্তু খুবই বড় ছবিতে হয়তো অতটা বড় দেখা যাচ্ছে না।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আপনার আম্মু তো ভালোই মাছ ধরতে পারেন।
পোস্টটি পড়ে আমার মাছ ধরার কথা মনে পরে যাচ্ছিল। যাই হোক মাছগুলো কিন্তু বেশ বড়, এত বড় মাছ বড়শিতে তুলতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। বিড়ালটা মাছ নিতে পারেনি এটাই বড় বিষয়। শেষে সবাই মিলে খেয়েছেন তৃপ্তি সহকারে 😋
খুব ভালো কিছু অনুভূতি নিয়ে পোস্টটি সাজিয়েছেন ভালো লেগেছে আপু।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আসলে আমার আম্মু সবসময়ই ভালো মাছ ধরে বড়শিতে। এটাও ঠিক বলেছেন যেসব বড় মাছ বড়শিতে ধরলে অনেক ভালো লাগে। সবাই মিলে বেশ ভালোভাবেই খেয়েছি মাছ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে অন্য রকমের একটা মজা রয়েছে। আপনি তো দেখছি দারুন বড় আকৃতির একটা মাছ ধরে ফেলেছেন। বিড়াল কে নিয়ে দেখছি আপনারা দারুন মজা করেছেন।

 2 years ago 

পুকুর থেকে মাছ ধরার অনুভূতি আসলে অন্যরকম। তবে মাছগুলো আমি ধরিনি আমার আম্মু ধরেছে। আর তাই আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

 2 years ago 

বড়শি দিয়ে মাছ ধরতে খুব ভাল লাগে। আমি গ্রামের বাড়ি গেলে মাছ ধরি। আপনার আম্মু অনেক ভাল মাছ ধরতে পারেন। মাছগুলো নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

যারা শহর থেকে আসে তারা নামে মাছ ধরার জন্য আরও বেশি ব্যাকুল হয়ে থাকে। আর বড়শিতে যদি বড় মাছ পাওয়া যায় তাহলে আনন্দটাও হয় বেশি। আসলেই অনেক মজা করে খেয়েছি।

 2 years ago 

যদিও আমি আগে কখনো বড়শি দিয়ে মাছ ধরিনি কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। এভাবে নিজের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। আপনি তো দেখছি অনেক বড় বড় মাছ ধরতে পেরেছেন বড়শি দিয়ে। মাছ দেখলে বিড়ালের একটু বেশি লোভ লেগে যায় কিন্তু বিড়ালটি মাছ নিতে পারেনি তা অনেক বড় ব্যাপার। আপনি বড়শি দিয়ে মাছ ধরেন এটা জেনে ভীষণ ভালো লাগলো। পুরো পোস্ট পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

যা আপনি যেহেতু এর আগে বরশি দিয়ে কখনো মাছ ধরেননি তাহলে আমি বলব আপনিও মাঝে মাঝে ধরে দেখবেন অনেক মজা লাগবে। আসলে মাছগুলো আমার আম্মু ধরেছে আর আমার আম্মু সবসময় ভালো মাছ পায়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57326.97
ETH 2428.61
USDT 1.00
SBD 2.32