ভ্রমণ-শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ৬)||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে যেমন ভালো লাগে তেমনি ভ্রমণ পোস্টগুলো শেয়ার করতে ভালো লাগে। বেশ কিছুদিন আগে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। ইতোমধ্যে কয়েকটি পর্ব শেয়ার করেছিলাম। আজকে নতুন পর্ব আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ৬):
Location
শিল্প এবং বাণিজ্য মেলায় গিয়ে দারুন সময় কাটানো হয়েছে। আর সেই সময় গুলো এখনো অনেক বেশি মিস করি। বিশেষ করে মেলায় কাটানো মুহূর্তগুলো যখন মনে পড়ে তখন বারবার মেলায় ছুটে যেতে ইচ্ছে করে। যদিও মেলা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তবে সুন্দর স্মৃতিগুলো পর্ব আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি। মেলায় কাটানো সুন্দর মুহূর্ত গুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগার মুহূর্তগুলো হলো টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করা।
Location
Location
মেলায় গেলেই চোখে পড়ে বিভিন্ন রকমের পুতুল, টেডি বিয়ার, কিংবা অন্যান্য ছোট ছোট বিভিন্ন খেলনা। বিশেষ করে সফট খেলনা গুলো বাচ্চারা বেশি পছন্দ করে। আবার বড়রাও অনেক সময় সেই খেলনা গুলো কিনে থাকে। অনেকেতো টেডি বিয়ার ভীষণ পছন্দ করে। সুন্দর এই সফট খেলনা গুলো সবারই অনেক প্রিয়। আর প্রায় প্রত্যেকটা দোকানেই বিভিন্ন রকমের কালেকশন ছিল।
Location
আমি যখন ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম তখন বারবার চোখে পড়ছিল সুন্দর টেডি বিয়ার গুলো। আর সব খেলনা গুলো বিভিন্ন আকৃতির ছিল। জিনিসগুলো দেখতেও ভালো লাগছিল। এগুলো দামে খুব একটা বেশি ছিল না তাই অনেকের চাহিদা ছিল কেনার। আর এই দোকানগুলোতে গিয়ে সবাই নিজের পছন্দের জিনিসটাই বেছে বেছে কিনছিল। ছোট বড় বিভিন্ন সাইজের খেলনাগুলো দেখতে যেমন ভালো লাগছিল তেমনি সবার ভিড় দেখতেও ভালো লাগছিল।
Location
কিছু কিছু সফট জিনিস আছে যেগুলোর নাম আমার আসলে সেভাবে জানা নেই। তবে এগুলো সবাই অনেক পছন্দ করছিল। আর নিজেরা কিনে নিচ্ছিল। হয়তো কেউ কিনেছিল কাউকে উপহার দেওয়ার জন্য কেউ বা কিনছিল নিজের আপন মানুষগুলোর জন্য। আবার অনেকে নিজের পরিবারের মানুষগুলোকে কিনে দিচ্ছিল। সবাই যে যার জায়গা থেকে পছন্দ করে সবকিছু কিনছিল। ঘুরে ঘুরে দেখছিলাম আর আমিও সময়টা ভালোভাবে উপভোগ করেছিলাম।
Location
আমরা অনেক সময় যখন মেলায় যাই তখন কোন কিছু প্ল্যান করে যাই না। চোখের সামনে যেই জিনিসটা পড়ে কিংবা পছন্দ হয় সেটাই কিনে ফেলি। আসলে মেলায় গিয়ে কখনো প্ল্যান করে কিছু কেনা হয়ে ওঠে না। ভালো লাগলে কিনতে ইচ্ছে করে। আর সেদিন যখন আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল। আর বিভিন্ন রকমের দোকান গুলো দেখেও ভালো লাগছিল। সেখান থেকে পছন্দের কিছু জিনিস কিনতে অনেক ভালো লেগেছিল।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কেমন লাগলো জানিনা তবে আপনাদের যদি ভালো লাগে তাহলে আবার নতুন কোন পর্ব নিয়ে হাজির হবো। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1849782231084171571?t=-no7QA1WJa7E1hCwQToBkg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিভিন্ন মেলায় ঘুরতে আমারও বেশ ভালো লাগে। আসছে শীতে ঢাকায় যে কত মেলা শুরু হবে তার কোন হিসাব নেই। ঢাকা শহর তখন মেলার শহরে পরিনত হবে। মেলায় গেলে অনেক নতুন নতুন জিনিস দেখা যায়। যা মার্কেটে গেলে পাওয়া যায় না। তাই মেলায় নতুন কোন জিনিস এসেছে তা দেখা যায়। আজকাল সফট খেলনাগুলো বেশ চলছে। বিভিন্ন পশু পাখি ও কার্টুন ক্যারেক্টারের এই সফট খেলনা পাওয়া যায় । আর দেখতেও বেশ সুন্দর লাগে।
এটা অবশ্য ঠিক বলেছেন আপু ঢাকার দিকে মেলার সংখ্যা অনেক বেড়ে যায়। মেলায় গেলে নতুন নতুন অনেক জিনিস দেখা যায়। আর কিনতেও ভালো লাগে আপু।
শিল্প ও বাণিজ্য মেলা ভ্রমন করে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর খেলনা জাতীয় জিনিস ফটোগ্রাফি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই পোস্ট দেখে অনেক অনেক ভালো লাগলো আমার। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার আজকের এই বাণিজ্য মেলা ভ্রমন জাতীয় পোস্ট। মেলা ভ্রমণ করতে গেলে বেশ অনেক কিছুর সাথে পরিচয় লাভ করা যায়। এবং অনেক কিছু কিনতে পাওয়া যায় খুব সহজে। যাহোক এত সুন্দর কি পোস্ট উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি আর দারুন সব ফটোগ্রাফি করেছি। ঠিক বলেছেন ভাইয়া মেলায় গেলে অনেক কিছু দেখা যায়।
এই ধরনের ছোট ছোট পুতুলগুলো বেশ কিউট লাগে দেখতে। আপনি দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন মেলায়। মুহূর্তগুলো পর্ব পর্ব আকারে আমাদের মাঝে শেয়ার করছেন। কার্টুন ক্যারেক্টার এর পুতুলগুলো দেখে বেশ ভালো লাগলো। এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ছোট ছোট পুতুলগুলো দেখতে সত্যিই অনেক কিউট লাগছিল। আর এই দোকানগুলো থেকে সবাই প্রয়োজনীয় জিনিসগুলো কিনছিলো।
টেডি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পছন্দও হয়েছে। বিভিন্ন রকম মেলাতে ঘুরতে যাওয়াতে আমাদের এই সুন্দর অনুভূতি গুলো সাধারণত হয়ে থাকে যাই হোক খুব সুন্দর কিছু ট্রেডির ছবি আমাদের মাঝে শেয়ার করলেন দেখে খুব ভালো লাগলো।
টেডি গুলো সত্যিই অনেক সুন্দর লাগছিল। আর বিভিন্ন কালারের ছিল বলে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। ধন্যবাদ ভাইয়া।
শিল্প এবং বাণিজ্য মেলায় তো দারুন দারুন পুতুল বিক্রি হচ্ছে। আপনি খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন বুঝতে পারছি। মেলায় গেলে সব সময় খুব ভালো লাগে। আমি তো মেলা খুঁজে বেড়াই। এখনো ওই একটি জায়গাতেই কিছুটা হলেও প্রাণ খুঁজে পাই। শিল্প বাণিজ্য মেলার যে ছবিগুলি শেয়ার করেছেন তা খুব প্রাণবন্ত এবং উজ্জ্বল। কলকাতায় শিল্প বাণিজ্য মেলা হলে আমিও চেষ্টা করি একদিন অন্তত ঘুরে আসতে।
বিভিন্ন রকমের পুতুলগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর এগুলো সবাই কেনার চেষ্টা করেছিল ভাইয়া। মেলায় গিয়ে সত্যিই দারুন সময় কাটিয়েছি। আমিও চেষ্টা করি একদিন অন্তত হলেও যাওয়ার।
আপনার শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের ষষ্ঠ পর্ব দেখে ফেললাম। টেডি বিয়ার গুলো খুবই সুন্দর ছিল। এগুলো এখন মানুষের শখে পরিনত হয়েছে। মেলা থেকে সবাই দুই একটি করে কেনার চেষ্টা করে। ধন্যবাদ।
সেহেতু অনেকটা সময় মেলায় ঘুরেছি তাই অনেকগুলো ছবি তোলা হয়েছিল ভাইয়া। তাই পর্ব সংখ্যা বেড়ে যাচ্ছে। টেডি বিয়ার গুলো সত্যি অনেক সুন্দর ছিল।
আপনার কাছ থেকে এই ভ্রমণের অনেকগুলো পর্বই দেখে আসছি৷ আজকে এর আরো একটি পর্ব দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের এই পর্বের মধ্যে খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এই পর্বের মধ্যে আপনি যা যা কিছু শেয়ার করেছেন সব কিছু সুন্দরভাবে এখানে আপনি বর্ণনার মাধ্যমে সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷