মাঝে মাঝে রাস্তার পাশে গড়ে ওঠা বসতি কিংবা স্থাপনা দেখে সবাই হয়তো সেগুলোকে উচ্ছেদ করতে চায়। কিন্তু যখন সেই স্থাপনা গুলো ধ্বংস করা হয় তখন কোথাও গিয়ে যেন একটা আবেগ কাজ করে। আর কিছুটা খারাপ লাগে। কি আর করার ভাইয়া এভাবেই হয়তো সবকিছুই চলবে। ভাঙ্গা গড়ার খেলার মাঝেই হয়তো আবারও তারা নতুন স্বপ্নে এগিয়ে যাবে। কেউ আবেগ প্রবণ হবে কেউবা নিজের তিল তিল করে গড়া স্থাপনা হারিয়ে ফেলবে।
এটাই তো জগতের নিয়ম একদিকে ভাঙছে অন্যদিকে নতুন কিছু গড়ে উঠছে।