You are viewing a single comment's thread from:

RE: দূর্গা পুজো ২০২৩ ( অন্তিম পর্ব )

in আমার বাংলা ব্লগ7 months ago

"বালাগড়ের মহাশশান" থিমটা কিন্তু সত্যি একেবারে ব্যতিক্রম ছিল। পুজো প্যান্ডেলের অন্যান্য থিমগুলোর থেকে এই থিমটি একেবারে আলাদা ছিল। তবে অনেকটা ভয়ঙ্কর লাগছিল। ভিন্নতা থাকলেও সবকিছুর মাঝে আলাদা রকমের সৌন্দর্য ছিল। আর হঠাৎ করে বাচ্চারা দেখলে ভয় পাবে এটাই স্বাভাবিক। আসলে এরকম দৃশ্যগুলো দেখলে সত্যিই অনেক ভয় লাগে। বনগাঁর মুস্তাফি পাড়া নামক ভিতরের একটি স্থানে সত্যি একটি ভিন্ন ধরনের পুজো প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। আসলে এরকম ভিন্নতা থাকলে অনেক ভালো লাগে।তবে এরকম আয়োজন সত্যি একেবারে হাতেগোনা খুবই সামান্য দেখা যায়। আসলে এদের আইডিয়া এবং থিম সবকিছু একেবারে নতুন ছিল। সাধারণত পুজো প্যান্ডেল গুলোর লাইটিং গুলো আর ডেকোরেশন গুলো আমাদেরকে আকর্ষিত করে। কিন্তু এরকম ভিন্ন ধরনের থিম ভাবতেই অনেক অবাক লাগছে দাদা। তবে যাই বলুন না কেন সবাই পুরো ব্যাপারটা অনেক উপভোগ করেছে বোঝাই যাচ্ছে। একেবারে ভিন্নতা আনার চেষ্টা করেছে উনারা। শিল্পীর হাতের ছোঁয়া আর সবার দক্ষতা সত্যি ভিন্নতা এনে দিয়েছে। ডেকোরেশনটা দারুন লেগেছে দাদা। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60881.23
ETH 2600.77
USDT 1.00
SBD 2.56