"খুশি" মুভিটি যদিও দেখা হয়নি। তবে রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। এই মুভিটি ভিন্ন রকমের ছিল। হাস্যরসাত্মক মুভি গুলো দেখতে অনেক ভালো লাগে। আর এই মুভি গুলো সব সময় জনপ্রিয়তা পায়। বিশেষ করে মন খারাপের সময় গুলিতে এই ধরনের মুভি দেখলে অনেক বেশি ভালো লাগে। তেলেগু মুভি গুলো সব সময় একটু আলাদা ধরনের হয়। আর এই মুভি গুলো দেখার প্রতি আকর্ষণ অনেক বেশি থাকে। সামান্থা আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী। উনার অনেকগুলো মুভি দেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মুভিটিতে বিজ্ঞান এবং ধর্ম দুটোকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর দুইদিক সুন্দর করে তুলে ধরা হয়েছে। আসলে একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। বিপ্লব আর পীতবাস নদীর পাড়ে নৌকায় করে যাওয়ার সময় সেই মেয়েটিকে দেখে আর প্রেমে পড়ে যায়। প্রথমে মেয়েটি মিথ্যা বলেছিল যে সে তার ভাইকে খুঁজতে এসেছে। কিন্তু অবশেষে তাদের মাঝে প্রেম হয়ে যায়। আর যখন তাদের বিয়ের কথা চলে তখনই বিপত্তি শুরু হয়। কারণ মেয়েটির বাবা আর ছেলের বাবা দুজনে দুই ধরনের মানুষ। একজন ধর্মশাস্ত্রে বিশ্বাস করে অন্যজন বিজ্ঞান ছাড়া কিছুই বোঝেনা। তবে যাই হোক অবশেষে সব কিছুর সমাধান হয়েছে এবং সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাদের মেয়ের নাম খুশি রাখার কারণে এই মুভির নামটি আরো বেশি সার্থক হয়েছে। দারুন একটি মুভি রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।