হাতে টমেটো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম সত্যি বোধহয় আপেল। এরপর তো আমিও বোকা হয়ে গেলাম। যাই হোক ভাইয়া যারা পরিশ্রম করে ফসল ফলায় তারা সঠিক মূল্য পায় না। হয়তো ব্যবসায়ীরা নিজের লাভ সুযোগ বুঝে করে নেয়। অসাধারণ চাষীরা ও অসাধারণ জনগণরা ভোগান্তিতে পড়ে।
হিহিহিহি,, এমন সবুজ রঙের আপেলও হয় কিন্তু। আর দিনশেষে কষ্ট শুধু খেটে খাওয়া মানুষের। অতি সাধারণ এই মানুষগুলো যেন সবখানে অবহেলিত।