You are viewing a single comment's thread from:
RE: রবিবারের আড্ডা || ABB Stage Show- Episode-01
রবিবারের আড্ডা সত্যি দারুন কেটেছে। আসলে ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি আমরা। সত্যি কথা বলতে আপনার উপস্থাপনা কিন্তু সত্যিই অসাধারণ ছিল ভাইয়া। একেবারে পারফেক্ট ছিল। মনে হচ্ছিল যেন অনেক দিন থেকেই আপনি এই প্রোগ্রামে উপস্থাপনা করছেন। সত্যি ভাইয়া আপনি কিন্তু সবদিক থেকেই সেরা। ভালো লাগলো ভাইয়া কালকের কাটানো মুহূর্তগুলো আজকে আবার সুন্দরভাবে পড়তে পেরে। বিশেষ করে প্রশ্ন পর্ব আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরের রবিবারের আড্ডার জন্য অপেক্ষায় রইলাম ভাইয়া।