You are viewing a single comment's thread from:
RE: মানব মস্তিষ্ক যতটা সহজ ততটাই জটিল।
নিজের কাজ করেই কুল পাইনা,আবার কুকুরের কাজ কখন করবো?হাহাহাহ,ঠিক বললাম কিনা বলুন তো?
কুকুরের দায়িত্ব কুকুরকে পালন করতে দিন আপু। যারা নিজের ঘাড়ে কুকুরের দায়িত্ব নিয়েছে তারা ঠিক তাদের মতই আচরণ করছে। আসলে আমাদের চারপাশে এত অদ্ভুত মানুষের বসবাস যাদের আচার-আচরণ এবং ব্যবহারে আমরা হয়তো কষ্ট পাই কিংবা অনেক ভালো লাগে। প্রত্যেকটি মানুষ যেন একেকজনের থেকে একজন আলাদা। কারো ব্যবহারে মুগ্ধ হয়ে যাই আর কারো ব্যবহার পশুর চেয়েও খারাপ মনে হয়। আসলে তারা যদি নিজেদেরকে শুধরানোর চেষ্টা না করে তাহলে আমরা কখনোই তাদেরকে শুধরাতে পারবো না। আপু আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লাগলো।
হ্যা,নিজের কাজ কম তাই অন্য প্রাণীর দায়িত্ব পালন করছে আরকি।