You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || তুমি কেমন গো || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি কয়েকটি শুক্রবার মাটির চুলায় রান্নার প্র্যাকটিস করবো, তারপর সেটা স্থায়ীভাবে বউয়ের উপর চাপিয়ে দিবো, হি হি হি।

আমিও মনে মনে এটাই ভাবছিলাম। প্রথম কয়েকদিন আপনি নিজে রান্না করার চেষ্টা করবেন এরপর সব দায়িত্ব পড়বে ভাবির উপর। তখন বলবেন মাটির চুলায় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তাই তো ভাবি বাধ্য হয়ে কষ্ট করে মাটির চুলায় রান্না করবে। সব হচ্ছে গ্যাসের টাকা বাঁচানোর বুদ্ধি😅😅। যাই বলুন না কেন ভাইয়া মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বরাবরের মত আজকেও আপনি আপনার অনুভূতি দিয়ে দারুন একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।

Sort:  
 2 years ago 

হা হা হা, এতো বেশী ভাবা কিন্তু ভালো না, শক্তির অপচয় বেশী হয়ে যাবে তাহলে হি হি হি। ধুর আমি কিন্তু এটা বলতে চাই নাই গ্যাসের বিলের বিষয়টি, আপনি কেন সেটা টেনে আনলেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47