You are viewing a single comment's thread from:

RE: কলকাতার শিয়ালদহ স্টেশন এর কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

আমি ঘুম চোখে উঠে আবার ঘুমিয়ে পড়ি এই আরেক সমস্যা।

দাদা আমি যখন আপনার এই লেখাগুলো পড়ছিলাম তখন বারবার নিজের অভ্যাস গুলোর মাঝে গুলিয়ে ফেলেছিলাম। আসলে আমার ক্ষেত্রেও এরকম হয়। যদি কোন প্রয়োজনীয় কাজের জন্য সঠিক সময়ে এলার্ম দিয়ে রাখি এলাম যখন বাজে তখন ঠিকই জাগনা পাই। কিন্তু আবার এলাম বন্ধ করে ভাবি যে আরেকটু ঘুমিয়ে নেই। কখন যে ঘণ্টা দুয়েক পার হয়ে যায় বুঝতেই পারিনা 😅😅। তবে দাদা আপনি অনেক পরিশ্রমী মানুষ এটা বোঝাই যায়। কারণ আপনি আপনার কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করে এরপরে ঘুমাতে যান। আপনি অনেক সুন্দর ভাবে কলকাতার শিয়ালদহ স্টেশনের আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে স্টেশনে বিভিন্ন লোভনীয় সব খাবার পাওয়া যায়। যেগুলো খেতে ভালোই লাগে। তবে যাইহোক বর্তমানে গরমের কারণে জার্নি করা খুবই কষ্টের ব্যাপার। দাদা আপনার বাসার কাছেই যেহেতু স্টেশন আর এই স্টেশন থেকে যেহেতু সব খুব সহজেই বাংলাদেশে আসা যায় তাই আশা করছি আপনি বাংলাদেশে আসবেন খুব শীঘ্রই। দাদা আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62209.21
ETH 2436.43
USDT 1.00
SBD 2.66