You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || বিদ্রোহী হতে চাই || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

আসলেই ভালোবাসা এক ভিন্ন উষ্ণতা, যার পরশে কেউ যেমন সফলতা ছিনিয়ে আনে, আবার তার শূণ্যতা কেউ তেমন সফলতা হতে ছিটকে যায় অন্ধকারাচ্ছন্ন অচেনায়।

আসলে ভালোবাসা সত্যিই এক ভিন্ন উষ্ণতা। ভালোবাসার পরশ পেতে সবাই চায়। হয়তোবা প্রিয় মানুষটির সাথে জীবন কাটাতে সবাই ব্যাকুল হয়ে ওঠে। ভালোবাসার এই ভিন্ন পরশে জীবন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। আবার ভালোবাসার সেই রঙিন স্বপ্ন অনেককে অন্ধকারে ঠেলে দেয়। মাঝে মাঝে ভেবে অবাক হই আমাদের মানবজীবন কি অদ্ভুত।যে ভালোবাসা একজনকে সফলতা এনে দেয় সেই ভালোবাসা অন্য একজনকে অন্ধকারে ঠেলে দেয়। হয়তো সেই ভালোবাসা কখনো পূর্ণতা পায়না। আসলে ভালোবাসার মাঝে যে উষ্ণ অনুভুতি আছে তা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। তবে ভালোবাসার মাঝে সেই ত্যাগ-তিতিক্ষা সারা জীবন মনে থাকে। হাজারো সংগ্রাম, হাজারো বাধা সবকিছুতে পেরিয়ে তবুও মানুষ ভালোবাসে। কারন সবাই ভালোবাসতে চায়। ভালোবেসে ভালোবাসার সেই মানুষটিকে নিয়ে সারা জীবন ভালো থাকতে চায় এজন্য ভালোবাসার সেই প্রেমিক হৃদয় বিদ্রোহী হয়ে ওঠে। বিদ্রোহী প্রেমিক নিজের ভালোবাসাকে সফলতায় পৌঁছে দেয়। আপনার লেখা কবিতার মাঝে অসাধারণ কিছু কথা উপস্থাপন করেছেন। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার লেখা এই লাইনগুলো,

তোমার জন্য, তোমার তরে
আমার হৃদয়ের যত ব্যকুলতা,
ভালোবাসায় প্রলুব্ধ নির্ভীক আমি
বিদ্রোহী হওয়ার প্রবল আকুলতা।

Sort:  
 3 years ago 

এ এক অদ্ভুত মায়, এ এক ভিন্ন ছায়া, ধরা যায় না আবার ছোয়াও যায় না কিন্তু মন থাকে সর্বদা উতালা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60865.75
ETH 2381.36
USDT 1.00
SBD 2.57