RE: আবেগের কবিতা ও অনুভূতি || বিষয় নারী || Original Poetry by @hafizullah
মানুষ হিসেবে তাদের যোগ্যতার প্রাপ্য সম্মানটুকু দিতে কখনো দ্বিধাবোধ করবেন না, কারন এই নারীই আপনার মা, আপনার আদরের বোন এবং প্রিয় স্ত্রী।
নারীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। সত্যি কথা বলতে সবাই যদি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলায় তাহলে হয়তো আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। একজন পুরুষের সফলতার পিছনে লুকিয়ে আছে একজন নারীর অনুপ্রেরণা। নারীরা তাদের পাশে আছে বলেই পুরুষরাই সফল হতে পেরেছে। কখনো নারীরা মা হয়ে পাশে দাঁড়ায়, কখনোবা প্রিয় বোন হয়ে, আবার কখনোবা প্রিয় জীবন সঙ্গিনী হয়ে পুরুষের পাশে দাঁড়ায়।অন্যদিকে পুরুষরাও যদি নারীদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দেয় তাহলে তারাও সফল হতে পারবে। ভাইয়া আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কবিতা লিখে সকলের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এই খানেই তো সমস্যা আপু, সবাই সম্মান চান কিন্তু কেউ কাউকে সম্মান দিতে রাজী না।