You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা কবিতা "কবিতা এসো আমার হৃদয়ে"

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার হাসি, আমার কান্না, আমার সুখ-দুখ,
কবিতা শুধু তোমায় দিতে চাই আমার জীবনের সবটুক

কবিতার ভাষায় আপনি আপনার প্রিয় কবিতাকে মনের কথা ব্যক্ত করেছেন দাদা। "কবিতা" হয়তো একটি কাল্পনিক চরিত্র। কিন্তু আপনার লেখা কথাগুলো হৃদয়ের অন্তস্থল থেকে আসা এটা বোঝাই যাচ্ছে দাদা। হৃদয়ের কান্না কেউ দেখে না। প্রেমিক হৃদয়ের অগোচরে লুকানো কান্না দুচোখে অশ্রু হয়ে ঝরে। হৃদয়ে সৃষ্টি হয় রক্তক্ষরণ। হয়তো মনের কষ্টগুলো কবিতার ভাষায় তুলে ধরা সম্ভব নয় তবে উপলব্ধি করলে বোঝা যায় সেই কষ্টের অনুভূতি। কতটা ভালবাসলে এই অনুভূতিগুলো আসে তা হয়তো জানা নেই। তবে এই কবিতার মাঝে যে অনুভূতি প্রকাশ করেছেন তা আমার মনে হচ্ছে হৃদয়ের কান্না গুলো কবিতার ভাষায় প্রকাশ পেয়েছে। বুকে চাপা কান্না গুলো লেখার মাঝে প্রকাশ করলে অনেক ভালো লাগে। হয়তো প্রিয় ভালোবাসার মানুষটি আজ দূরে। সময় এবং পরিস্থিতি মানুষকে বাস্তব নির্মমতার কাছে হার মানতে বাধ্য করে। এই জীবনের বাস্তবতা বড়ই নির্মম। ভালোবাসার অনুভূতি গুলো সেখানে আজ মূল্যহীন। হৃদয় চিরে যদি ভালোবাসার সেই ব্যাকুলতা প্রকাশ করা যেত তাহলে প্রতিটি প্রেমিক হৃদয় আঁতকে উঠতে। কষ্টে হৃদয়ের মাঝে ক্ষতবিক্ষত হয়ে গেছে আজ। তবুও যদি প্রিয় মানুষটির কাছে নিজের এই আকুতি ভরা কথাগুলো প্রকাশ করা যায় তাহলে এই লেখনী সার্থক হবে। আসলে আমাদের বাস্তব জীবন বড়ই কঠিন। আমাদের সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই আমাদের জীবনের অংশ। তবুও আমরা আমাদের জীবনের প্রিয় মানুষকে সবকিছুতেই পাশে চাই। হয়তোবা জীবনের বাস্তবতার কাছে হার মেনে যায় সত্যিকারের ভালোবাসা। তবুও আমরা ভালবাসি, বাস্তবের নির্মমতাকে সামনে রেখেই ভালোবাসি। কারণ ভালোবাসা কখনো বাস্তবতা বোঝেনা। তবুও আমরা ভালোবেসে যাবো আমাদের জীবনের হাসি-কান্না সুখ-দুঃখ সবকিছুর মাঝে। তবুও সেই প্রিয় মানুষটিকে আমরা দিতে চাই আমাদের জীবনের সবটুকু সুখ। অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন দাদা। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62952.72
ETH 2429.38
USDT 1.00
SBD 2.56