You are viewing a single comment's thread from:

RE: নতুন প্ল্যানিং || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

জীবনে সঞ্চয়ের গুরুত্ব এককথায় অপরিসীম । এটা কেউ না বুঝলেও, আমি বুঝি । সেটা যত ক্ষুদ্রই হোক না কেন, প্রতিটি সঞ্চয় যেন বিপদ রক্ষা করার হাতিয়ার ।
তাই সঞ্চয় করুন, ভবিষ্যতকে সুনিশ্চিত করুন ।

সঞ্চয় প্রতিটি মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ।কারণ সঞ্চয় বিপদের সম্বল। মানুষের জীবনে যেমন প্রতিনিয়তই বিপদ আসে তেমনি সেই বিপদ থেকে রক্ষা পেতে সর্বপ্রথম প্রয়োজন হয় অর্থের। বাস্তবিক দিকগুলো চিন্তা করলে অর্থই জীবনের সবকিছু। আর আমাদেরকে নিজেদের আয় থেকে কিছু পরিমাণ হলেও সঞ্চয় করা উচিত। কথায় আছে আয় বুঝে ব্যয় করুন। এই কথাগুলো হয়তো আমরা সকলেই জানি কিন্তু কজনই বা মানি এই কথাটা। তবে আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে আমি আপনার প্রতিটি কথার সাথে একমত। কারণ আমরা যদি সঞ্চয় না করি তাহলে কখনই ভবিষ্যৎ ভালো করতে পারবোনা। আর ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গুলো অনেক উপকারে আসে। হোক না সেটা ক্ষুদ্র তবুও তো সঞ্চয় হচ্ছে। হিরা মনি আপু একজন ভালো মনের মানুষ এবং খুবই সংসারী মানুষ এটা বোঝাই যায়। আসলে সঞ্চয় করার মানসিকতা সবার মধ্যে থাকে না। এর জন্য প্রয়োজন সঞ্চয় করার মানসিকতা এবং নিজের উদ্যোগ। তবে যাই হোক নতুনভাবে সঞ্চয় করার প্ল্যানিং সফল হোক এই কামনাই করছি ভাইয়া।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99