জেনারেল রাইটিং-জীবন জুড়ে যেন শুধুই হতাশা||

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে নিজের অনুভূতি লিখতে অনেক ভালো লাগে। তবে মাঝে মাঝে নিজের কষ্টের অনুভূতিগুলো তুলে ধরতে পারলে ভেতরটা অনেক হালকা হয়ে যায়। তাই আজকে আমি একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


জীবন জুড়ে যেন শুধুই হতাশা:

woman-4786974_1280.jpg

Source


জীবনের সমীকরণ যেমন সময়ের সাথে যদি পাল্টে যায় তেমনি জীবন জুড়ে হতাশা নেমে আসে। হতাশা যেন জীবনের অংশ হয়ে যায়। জীবন থেকে পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। মনে হয় জীবনের সবকিছুকে পিছনে ফেলে যদি নিজের মতো করে একটুখানি বাঁচা যেত তাহলে বড্ড বেশি ভালো হতো। আসলে হতাশা আমাদের বেঁচে থাকার ইচ্ছে গুলো বিলীন করে দেয়। হতাশা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে।


একজন হতাশাগ্রস্ত মানুষ জীবনের সাথে লড়াই করে বাঁচে। নিজের সাথে লড়াই করে বাঁচে। আসলে তার বাঁচে থাকার ইচ্ছে গুলো কখন যে বিলীন হয়ে যায় বুঝতেই পারেনা। সময়ের সাথে সাথে হতাশা যেমন ভেতরটাকে গ্রাস করে নেয় তেমনি বেঁচে থাকার ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায়। বেঁচে থাকাটা যেন কোন এক সময় গিয়ে আরও বেশি আঘাত করে। বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত ভেতরটাকে আহত করে। মনে হয় এই বুঝি মৃত্যু ডাকছে।


মাঝে মাঝে বেঁচে থাকাটা অনেক বেশি কঠিন মনে হয়। জীবনের মুহূর্তগুলো যদি আরেকটু ভালো হতো তাহলে হৃদয়ে বেঁচে থাকার স্বাদ জাগতো। কখনো কখনো জীবনটা বড্ড বেশি বিষিয়ে ওঠে। কখনো কখনো জীবনটা এলোমেলো লাগে। সেই এলোমেলো জীবনটাকে গুছিয়ে নিতে গিয়েও আবারও আমরা পিছিয়ে পরি। হোঁচট খেয়ে আবারো পিছিয়ে যাই। আবারো মনে হয় মৃত্যুটাই বোধহয় ভালো ছিল।


মানুষ আসলে কতটা হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর পর বেছে নেয় এটা কেউ অনুমানও করতে পারে না। শুধু নিজেই নিজের কষ্টগুলো অনুমান করতে পারে। কিংবা উপলব্ধি করতে পারে। হতাশা যখন জীবনটাকে শেষ করে দেয় তখন জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি লড়াই করে বাঁচতে হয়। কিংবা নিজের সাথে নিজেকে লড়াই করতে হয়। নিজের সাথে নিজের লড়াইটা খুব একটা সহজ নয়। সেই লড়াইয়ে বারবার পরাজিত হতে হয়।


জীবন জুড়ে যখন শুধুই হতাশা নেমে আসে তখন ভালো থাকতে গিয়েও আর ভালো থাকা হয়ে ওঠে না। ভালো থাকার চেষ্টা করতে গিয়েও বারবার আহত হয়ে ফিরে আসতে হয়। আসলে জীবনটা বড্ড বেশি কঠিন। জীবনের সমীকরণ মেলানো যেমন সহজ নয় তেমনি জীবনটাকে সহজ ভাবে পরিচালনা করাটাও আরও বেশি কঠিন। নিজের এলোমেলো চিন্তাধারাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। জানিনা আপনাদের কাছে কেমন লাগবে। তবে নিজের অনুভূতিগুলো তুলে ধরতে পারলে বড্ড বেশি ভালো লাগে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

Screenshot_2025-03-23-16-16-06-87_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-23-16-24-12-08.jpg

Screenshot_2025-03-23-16-25-26-90.jpg

Screenshot_2025-03-23-16-21-05-64_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-23-16-19-44-28_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 5 months ago 

হতাশা কখনো কখনো এতটাই গাঢ় হয়ে ওঠে, যেন জীবন আর সোজা পথে চলে না। যতই চেষ্টা করি, ভেতরের কষ্টগুলো কোনোভাবে প্রকাশিত হয় না, এবং এক সময় অনুভব করি যে, হয়তো শান্তির জন্য কিছু একটা বদলাতে হবে। এই যুদ্ধের মাঝে মাঝে মনে হয়, নিজেকে আবার শুরু করা সম্ভব হবে না। তবে যেকোনো কঠিন সময়ের পর শান্তি আসে, যদি আমরা নিজেদের বিশ্বাস রাখি। জীবন এক ধরনের চ্যালেঞ্জ, কিন্তু তা জয় করলেই তার সঠিক মূল্য বুঝা যায়।

 5 months ago 

একদম ঠিক বলেছেন আপু মাঝে মাঝে হতাশা জীবনটাকে শেষ করে দেয়। সময় অনেক কঠিন হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110494.98
ETH 4303.16
USDT 1.00
SBD 0.83