ভ্রমণ- শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৬||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও বেশ কিছুদিন আগে শিল্প এবং বাণিজ্য মেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। তবে মেলায় কাটানো সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে শেয়ার করতে কিছুটা সময় লেগে গেল। আজকে নতুন একটি পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।
শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১৬:

Location
মেলায় ঘুরতে যেমন ভালো লাগে তেমনি কেনাকাটা করতে অনেক ভালো লাগে। মেলায় গেলে অনেক রকমের জিনিসপত্র কেনাকাটা করা যায়। বিশেষ করে পছন্দের জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়। আমার বাসা থেকে মেলার দূরত্ব খুব একটা বেশি ছিল না। তাই অল্প সময়ের মধ্যেই মেলা প্রাঙ্গনে পৌঁছে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে যখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম তখন বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো দেখতে পেয়েছিলাম।

Location
মেলায় গেলে অনেক রকমের জিনিস কিনতে ইচ্ছে করে। বিশেষ করে ব্যবহার করার মত জিনিস গুলোই বেশি কেনা হয়। মেলায় গেলেই স্টিলের বিভিন্ন রকমের আসবাবপত্রগুলো কিনতে ভালো লাগে। আর এই জিনিসগুলো সব সময়ই ব্যবহার করা যায়। বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। আর যেগুলো সবারই অনেক ভালো লাগে এবং কিনতেও ভালো লাগে।

Location
মেলায় গেলে প্রয়োজনীয় অনেক টুকিটাকি জিনিসপত্র খুব সহজেই কেনা যায়। দামের দিক চিন্তা করলে দেখা যায় বাজারের তুলনায় মেলার জিনিসপত্রের দাম সামান্য কম রয়েছে। আর ছোটখাটো এই জিনিসগুলো একটু কম দামে পেলে সবাই অনেক খুশি হয়ে যায়। বিশেষ করে যে জিনিসগুলো সব সময় ব্যবহার করা যায় সেই সকল জিনিসপত্র গুলো কিনতেই বেশি ভালো লাগে। আমি তো ঘুরে ঘুরে সব কিছু কিনছিলাম আর দেখার চেষ্টা করছিলাম।

Location
বর্তমানে মেলায় সবকিছুই পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ সবকিছু পাওয়া যায়। মেলায় যেহেতু বিভিন্ন রকমের ব্যাগের দোকান ছিল তাই ঘুরে ঘুরে সবকিছুই দেখতে অনেক ভালো লেগেছে। তাদের কালেকশন মোটামুটি ভালোই ছিল। কিন্তু দামের দিকে চিন্তা করলে দেখা যায় খুব একটা কম দামের মনে হয়নি। তুলনামূলকভাবে ব্যাগের দাম মোটামুটি বেশি ছিল। তাই দেখেই চলে এসেছিলাম সেখান থেকে।

Location
সুন্দর জিনিসের প্রতি আমাদের সবারই অনেক ভালোলাগা কাজ করে। বিশেষ করে ঘর সাজাতে ব্যবহৃত জিনিসপত্র গুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই জিনিসগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে। অল্প দামের মধ্যেই ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র মেলায় পাওয়া যায়। আর এগুলো ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকার কারণে সবাই খুব সহজে জিনিসপত্র গুলো কিনতে পারে।
মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.