আর্ট-রাতের সৌন্দর্যের একটি পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। দীর্ঘদিন পর আজকে আমি রং তুলি নিয়ে বসেছিলাম। আসলে কয়েকদিন থেকে মানসিক অবস্থা এতটাই খারাপ যে কোন কিছুই করতে পারছিলাম না। তাই ভাবলাম একটি পেইন্টিং করে ফেলি। আর সেই ভাবনা থেকে সুন্দর একটি পেইন্টিং করতে বসেছিলেন। আশা করছি এই পেইন্টিং সবার ভালো লাগবে।
রাতের সৌন্দর্যের একটি পেইন্টিং:

মনের মাধুরী মিশিয়ে যখন কোন সৌন্দর্য তুলে ধরা হয় তখন দেখতে অনেক ভালো লাগে। আসলে মানসিক শান্তি না থাকলে কোন কিছুই করতে ভালো লাগে না। কয়েকদিন থেকে ভীষণভাবে মানসিক চাপের মধ্যে আছি। হতাশা, টেনশন সবকিছু যেন একদম জীবনটাকে শেষ করে দিয়েছে। আর এর মাঝে ভালো থাকা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তবে কি আর করার নিজের কাজ তো করতেই হবে। তাই সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. সাদা কাগজ।
২. পোস্টার রং।

ধাপ সমূহ:
ধাপ-১


এই সুন্দর পেইন্টিং করার জন্য প্রথমে আমি সুন্দর করে সবকিছু প্রস্তুত করেছি। এরপর নীল রং দিয়েছি।
ধাপ-২


সম্পূর্ণ অংশে নীল রং দেওয়া হয়ে গেলে সুন্দর একটি চাঁদ অংকন করার চেষ্টা করেছি।
ধাপ-৩


এবার সুন্দর করে চাঁদ অংকন করা হয়ে গেলে একপাশের অংশে কিছু ডাল পালা অংকন করার জন্য রং দিয়েছি।
ধাপ-৪


এবার কিছু অংশে হলুদ রঙের ব্যবহার করেছি আর সৌন্দর্য বাড়িয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৫

এবার পেইন্টিং এর বিভিন্ন সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য ছোট ছোট ফুল অংকন করার চেষ্টা করেছি। এরপর তারা অংকন করার চেষ্টা করেছি। আর ধীরে ধীরে পেইন্টিং সুন্দর করে করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু করার। কয়েকদিন থেকে আসলে পেইন্টিং করা হয়ে উঠছিল না। আজকে সকাল সকাল ভাবলাম পেইন্টিং করবো। তাই রং তুলি নিয়ে বসে পড়েছিলাম আর সুন্দর পেইন্টিং করার চেষ্টা করেছি। যেহেতু অনেকদিন পর রং তুলি নিয়ে বসেছিলাম তাই প্রথমে তো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আর ঠিকমতো পেইন্টিং করতেও পারছিলাম না। জানিনা আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমাদের প্রকৃতি খুবই সুন্দর। রাতের দৃশ্য বলেন কিংবা দিনের দৃশ্য বলেন দেখতে ভীষণ ভালো লাগে। তাছাড়াও সকালে সূর্য ওঠার দৃশ্য এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আরো বেশ মনমুগ্ধকর। আপনি সুন্দর করে রাতের দৃশ্যের পেইন্টিং করলেন। এমন সুন্দর পেইন্টিং দেখতে আমার খুব ভালো লাগে করতেও ভালো লাগে।
প্রাকৃতিক দৃশ্য সুন্দর করে উপস্থাপন করেছি। আর আপনাদের মাঝে উপস্থাপন করেছি আপু। ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু এমন সুন্দর রাত্র দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। আজ আপনার রাতের সৌন্দর্যের চমৎকার পেইন্টিংটি দেখে আমার মনটিও বেশ ভালো হয়ে গেল। খুব সুন্দর করে কালার কম্বিনেশন মিশিয়ে মনের মাধুরী দিয়ে রাতের দৃশ্যের পেইন্টিংটি চমৎকারভাবে অংকন করেছেন।
আপু আমি সব সময় খেয়াল করে দেখেছি আপনি ভুল জায়গায় গিয়ে কমেন্টস করেন। অনেকের পোস্টে আপনি একই কাজ করেন। এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবেন আপু।
কঠিন সময়ের মধ্যেও শিল্পের আশ্রয় নেওয়াটা সত্যিই প্রশংসনীয়। রাতের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা মানেই এক ধরনের মানসিক প্রশান্তির খোঁজ। পেইন্টিংটা সত্যিই দারুণ হয়েছে, কারণ অনুভূতি যখন তুলি দিয়ে প্রকাশ পায়, তখন তা শুধু চিত্র নয়, এক টুকরো আত্মার প্রতিফলন হয়। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।
মাঝে মাঝে কঠিন সময়েও দারুন কিছু করতে ইচ্ছা করে আপু। তাই চেষ্টা করেছি অনেক দিন পর। ধন্যবাদ আপনাকে।
শুধুমাত্র পোস্টার রং দিয়ে খুব সুন্দর ভাবে রাতের চিত্র ডিজাইন করে আমাদের সঙ্গে শেয়ার করলেন আপু। রাতের ছবি ঠিক যেমন হওয়া উচিত আপনি ঠিক তেমনই অংকন করেছেন। সবদিক থেকে আঁকাটি আপনার দক্ষ শিল্প কর্মের নিদর্শন তৈরি করেছে। ভীষণ সুন্দর এই ছবিটি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে পেইন্টিং করতে অনেক ভালো লাগে। আর রাতের ছবিটা পেইন্টিং করতে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।
অনেকদিন পর আপনার পেইন্টিং দেখলাম মনে হয়। খুব চমৎকার একটা পেইন্টিং করেছেন জল রং দিয়ে। সাদা রংয়ের ফুলগুলো দারুন লাগছে দেখতে। কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু খুব পারফেক্টলি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।
জ্বী আপু অনেকদিন পর পেইন্টিং করেছি। আর অনেকদিন পর পেইন্টিং করে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভীষণ ভালো লেগেছে।
রাতের দৃশ্যটি পোস্টার রং ব্যবহার করে আপনি সুন্দরভাবে এঁকেছেন। প্রথমে রাতের আকাশে কি নেওয়ার পর তার ওপর গাছের এফেক্ট টা এত সুন্দর হালকা হাতে দিয়েছেন এবং এই অ্যাবস্ট্রাক্ট স্ট্রোকগুলোর জন্যই আরও চমৎকার লাগছে।
রাতের দৃশ্যটি রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে ভীষণ ভালো লেগেছে আপু।
আজকে অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করলেন। এটা ঠিক চারপাশের চাঁদনী রাতের আলো এবং সুন্দর কিছু লতাপাতা ফুল এরকম একটি মুহূর্ত দেখতেও ভীষণ ভালো লাগে। আমি সব সময় আপনার আর্ট দেখি আমার কাছে অনেক ভালো লাগে। এভাবেই সুন্দর সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
চাঁদনী রাত দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর চাঁদনী রাতের সৌন্দর্য আমি উপস্থাপন করার চেষ্টা করেছি আপু।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রাতের সৌন্দর্যের একটি পেইন্টিং করেছেন। আসলে আপনার হাতে আর্ট করা পেইন্টিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি রাতের দৃশ্যের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পেইন্টিং টি সম্পন্ন করেছেন।
রাতের সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর রাতের সৌন্দর্য পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরতে ভীষণ ভালো লেগেছে আমার।
https://x.com/Monira93732137/status/1894678514034782526?t=DUf-6V6J4ew7aF1BsxtVsQ&s=19