টেনশন যেন বেড়েই চলেছে||

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি নিজের কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করবো। আসলে আমরা অনেক সময় কিছু কিছু বিষয়ে অনেক বেশি টেনশন এর মধ্যে পড়ে যাই। আর সেই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে বাধ্য করে। তেমনি একটি বিষয় নিয়ে আজকে লিখবো।


টেনশন যেন বেড়েই চলেছে:

IMG_20250821_154910.jpg


সময়ের সাথে সাথে সবাই এগিয়ে যায়। আর নিজেকে প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। আমার ছোট বোনের একাদশ শ্রেণীর ভর্তির ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। অনেক ভালো একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু রেজাল্ট হওয়ার আগ মুহূর্তে যেমন টেনশন হয়েছিল তেমনি রেজাল্ট হওয়ার পর থেকে আরও টেনশন বেড়ে গেল। সারারাত টেনশনে যেন ঘুম হচ্ছিল না। বারবার ঘুম ভেঙ্গে যাচ্ছিল।


একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া মানেই জীবনের এক নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়া। আর আমার বোন যেহেতু ভালো একটি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাই একদিক থেকে ভালো লেগেছে। কিন্তু অন্যদিকে ভয় কাজ করছে। এত দূরের একটি কলেজে পড়বে আর একা একাই মেসে থাকবে এই বিষয়টা ভাবতেই কেমন জানি খারাপ লাগছে। আসলে স্কুলের গণ্ডি পার হওয়ার সাথে সাথে তাদের ভেতরে অনেকটা পরিবর্তন আসে। আর নতুন জায়গায় গিয়ে কিভাবে এডজাস্ট করবে সেটাই ভেবে পাচ্ছি না।


সময়ের সাথে সাথে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভালো সেক্টরগুলোতে প্রতিযোগিতা অনেক বেশি। তাই ভালো কলেজে না পড়তে পারলে অনেক সময় প্রতিযোগিতা থেকে অনেকেই পিছিয়ে পড়ে। সেই চিন্তাধারা থেকে আমার ছোট বোনকেও একটি ভালো কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কেন জানি মন থেকে সেটা আর সায় দিচ্ছে না। মনে হচ্ছে সেখানে গিয়ে এডজাস্ট করতে পারবেনা।


আমরা আসলে ছোটদের নিয়ে অনেক স্বপ্ন দেখি। তাদের ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করি। তারা যেন ভালো কিছু করে সেই প্রত্যাশা সবসময় করি। কিন্তু মাঝে মাঝে অচেনা অজানা আতঙ্ক ভিতরে বাসা বাঁধে। আর তখন খুবই খারাপ লাগে। মনে হয় হিতে বিপরীত হয়ে যেতেও পারে। তারপরও ক্যারিয়ার টাই শেষ হয়ে যাবে। জানি না সে নিজেকে সামলে নিতে পারবে কিনা। সেই সাথে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা সেই চিন্তায় খুবই খারাপ লাগে।


সবকিছুই যখন নিজের হাতে তখন নিজেকেই সামলে নিতে হবে। আমি জানিনা সে নিজেকে সামলাতে পারবে কিনা। এমনকি নতুন পরিস্থিতি কিংবা নতুন শহরে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা। হয়তো একটু সময় লাগবে। কিংবা কষ্ট হবে। হয়তো সময়ের সাথে সাথে মানিয়ে নিতে পারবে। আশা করছি সে ভালো কিছুই করবে। এসএসসির মতো এসএসসিতেও ভালো ফলাফল করবে। এই প্রত্যাশা করি সব সময়।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

1755788747962.png

 11 days ago 

নতুন পরিবেশে মানিয়ে নেয়া অনেক সময় কস্টকর হয়ে যায়। তবে চেস্টা করলে সবই সম্ভব। মানুষই পারে সকল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। আপনার বোনের যদি ইচ্ছে থাকে তবে তাকে সেই কলেজে ভর্তি করে দেয়া ভালো। তবে তাকে চাপিয়ে না দেয়াই উত্তম।

 11 days ago 

এই কলেজ সে নিজেই পছন্দ করেছে আপু। আমাদের একটু আপত্তি ছিল আর কি। এত তাড়াতাড়ি একা বাহিরে দিতে চাচ্ছিলাম না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110661.82
ETH 4298.00
USDT 1.00
SBD 0.82