লাইফস্টাইল- পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ২||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লাগে। তাই নিজের কাটানো সুন্দর মুহূর্ত গুলো সব সময় উপস্থাপন করার চেষ্টা করি। আজকে আমি পহেলা বৈশাখে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
পহেলা বৈশাখে ঘোরাঘুরি পর্ব ২:

Location
পহেলা বৈশাখ মানে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখে সবাই নিজেদের মতো করে আনন্দ উদযাপন করে আর নিজেরাও আনন্দে শামিল হওয়ার জন্য বিভিন্ন আয়োজন করে। তেমনি আমরাও সকলে মিলে পহেলা বৈশাখের আনন্দটা উজ্জাপন করার চেষ্টা করেছিলাম। পহেলা বৈশাখ নিয়ে এর আগেও একটি পোস্ট করেছিলাম। আসলে আনন্দের মুহূর্তগুলো আমাদের জীবনে ক্ষণস্থায়ী। তবে স্মৃতিগুলো অনেক দীর্ঘ হয়।

Location

Location
পহেলা বৈশাখে সবাই মিলে ঘুরতে গিয়ে সত্যিই অনেক ভালো লেগেছে। পড়ন্ত বিকেলে সুন্দর একটি জায়গায় গিয়ে অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে সবাইকে দেখে। সবাই নিজেদের পরিবার পরিজন কিংবা আপন মানুষদের নিয়ে ঘুরতে এসেছে। ছোট্ট একটি এরিয়াতে যেন লোকজনে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনেক লোকের ভিড় সেখানে দেখেছিলাম। যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই দূর থেকেই কিছুটা দেখেছিলাম।

Location
পহেলা বৈশাখে সবার আনন্দ দেখতে সত্যি অনেক ভালো লাগে। আসলে বাঙালিরা নিজেদের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। তাদের পহেলা বৈশাখের আয়োজন, সাজসজ্জা এবং বিভিন্ন প্রোগ্রাম গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগে। আসলে আমরা হয়তো সেভাবে কিছুই করতে পারি না। কিন্তু অনেকে আছে এই দিনটিকে গিয়ে অনেক আয়োজন করে, অনেক আনন্দ করে। তাদের আনন্দ দেখতেও ভালো লাগে।

Location
আর কোথাও গেলে টুকিটাকি খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। এইসব দোকানগুলোতে ভিড় লেগেই রয়েছে। সবাই নিজের পছন্দের খাবারগুলো খাওয়ার চেষ্টা করছে। আসলে এই খাবারগুলোর দাম খুবই অল্প। কিন্তু কেন জানি অন্য রকমের ভালোলাগা আছে। আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাও আলাদা। আমরা তো কিছুক্ষণ পরপরই কিছু না কিছু খাবার নিছিলাম। যদিও সেখানে দামি কোনো খাবার ছিল না। তবে এই খাবারগুলোই কেন জানি বেশি ভালো লাগে। আর এই ধরনের খাবারগুলো সবাই মিলে আনন্দ করে খাওয়া যায়।

Location
আমরা যেহেতু অনেকটা সময় সেখানে কাটিয়েছি তাই ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর আনন্দ করছিলাম। আর সত্যি কথা বলতে এরকম জায়গাগুলোতে গেলে অন্য রকমের আনন্দ হয়। বিশেষ করে বিশেষ দিনগুলোতে বা উৎসবমুখর দিনগুলোতে কোথাও ঘুরতে গেলে মানুষের আনন্দ দেখে ভালো লাগে। আর মনে হয় যেন জায়গাটা একেবারে অন্যরকমের হয়ে যায়। ঘোরাঘুরি করতে অনেক ভালো লেগেছে।
পহেলা বৈশাখে কাটানো সুন্দর মুহূর্ত গুলো পর্ব আকারে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এবারের পর্ব সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Monira93732137/status/1922957684354994499?t=hL9mz2fp5asezgnxCt52xQ&s=19
https://x.com/Monira93732137/status/1922960487425143206?t=tcHC9O8C9FxQ7FT14JHuJA&s=19
https://x.com/Monira93732137/status/1922961173906919475?t=plaXKYfIlO6lw7PWiz9ILw&s=19
https://x.com/Monira93732137/status/1922961597376475284?t=SEwKFCQzic6Nu7YslO1Qfw&s=19
পহেলা বৈশাখে মেলাগুলো ঘুরতে বেশ ভালো লাগে। সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখতেও বেশ ভালো লাগে। সব চেয়ে বেশি ভালো লাগে মানুষের আনন্দ দেখতে। পহেলা বৈশাখে ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন আপু পহেলা বৈশাখে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। আর বিভিন্ন প্রোগ্রাম গুলো দেখতে ভালো লাগে।