DIY- শুভ জন্মদিন টিনটিন♥️||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999। আমি একজন বাংলাদেশী। প্রথমেই টিনটিনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি "শুভ জন্মদিন টিনটিন"। আজ "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় @rme দাদা ও @tanuja বৌদির আদরের সন্তান টিনটিনের জন্মদিন। টিনটিন যেমন তার পরিবারের চোখের মনি তেমনি আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটি সদস্যের অনেক ভালোবাসার একটি মানুষ। তাই টিনটিনের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি উপহার তৈরি করার চেষ্টা করেছি। যদিও এটা খুবই সামান্য একটি উপহার। তবে এই কার্ডের সাথে অনেক ভালোবাসা মিশে আছে।
শুভ জন্মদিন টিনটিন♥️
দেখতে দেখতে টিনটিন অনেক বড় হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট টিনটিনকে দেখলাম। এখন সে অনেক বড় হয়েছে। যখন এই কমিউনিটির সাথে প্রথম যুক্ত হই তখন থেকেই টিনটিনকে দেখে আসছি। দাদা যখন হ্যাংআউটে যুক্ত হন তখন মাঝে মাঝে টিনটিনের কথাও শোনা যায়। টিনটিন বাবা ভক্ত একজন মানুষ সেটা আমরা সবাই জানি। তাই তো বাবার সাথেই তার সকল বায়না। দাদা এবং বৌদির খুবই আদরের সন্তান হলো টিনটিন। আর টিনটিনের জন্য সব সময় দোয়া করি সে যেন বাবা এবং মায়ের মতই একজন ভালো মানুষ হয়। টিনটিনের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।
ধাপ সমূহ:
ধাপ-১
টিনটিনের জন্মদিন উপলক্ষে একটি কার্ড তৈরি করার জন্য প্রথমে আমি কাগজ কেটে নিয়েছি।
ধাপ-২
এবার কাগজের মাঝে ভাঁজ করেছি। আর সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি
ধাপ-৩
এবার কাগজ কেটে সুন্দর করে লাভ আকৃতির করে নিয়েছি।
ধাপ-৪
কাগজ কেটে লাভ তৈরি করা হয়ে গেলে এবার সাদা কাগজের উপর আঠা দিয়ে লাগানোর চেষ্টা করেছি।
ধাপ-৫
ধীরে ধীরে আরো একটু নিচের দিকে আরেকটি কাগজ লাগিয়ে নিয়েছি। এরপর সাদা কাগজ কেটে লাগিয়েছি।
ধাপ-৬
এবার আরো কিছু সাদা কাগজ কেটেছি। আবার সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার আমি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর করে লেখাটি লিখার চেষ্টা করেছি।
ধাপ-৮
সুন্দর করে লেখাটি যখন লেখা হয়ে গেছে তখন ভাবলাম এক পাশে কিছু গোলাপ ফুল দিয়ে দেই। এরপর কাগজ দিয়ে কয়েকটি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি। আর লাগানোর জন্য প্রস্তুত করেছি।
শেষ ধাপ
এবার কাগজের এক পাশের অংশ সুন্দর করে কেটে নিয়েছি। এরপর গোলাপ ফুল গুলো লাগিয়ে দিয়েছি। এবার গোলাপ ফুলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য সাদা রংয়ের পুঁথি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
উপস্থাপনা:
টিনটিনের জন্মদিনে তাকে দেওয়ার মতো উপহার হয়তো আমার কাছে নেই। তবে টিনটিনের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সে যেন একজন ভালো মানুষ হয় এই দোয়া করি সব সময়। টিনটিনের শুভ জন্মদিন আনন্দে ভরে উঠুক এই প্রত্যাশাই করি। শুভ জন্মদিন টিনটিন।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
টিনটিন বাবুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপু আপনি টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আপনার ফাইনাল আউটপুট দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
টিনটিনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই সুন্দর একটি কার্ড বানিয়েছি। গোলাপ ফুলগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি অনেক সুন্দর ভাবে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে উইশ করেছেন। আপনার এত সুন্দর একটি জন্মদিন উপলক্ষে পোস্ট করতে দেখে বেশ ভালো লাগলো আমার। সব সময় দোয়া করি দাদার বাচ্চাটার জন্য। শেষ যেন সুস্থ সবল অবস্থায় আমাদের মাঝে বড় হয় এবং ভবিষ্যতে এই প্লাটফর্মের একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করেন।
জন্মদিন মানে অন্যরকমের আনন্দ। আর সেই আনন্দ নিজের মতো করে উদযাপন করেছি এবং টিনটিনের জন্য খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছি।
আপু আপনি আজ আমাদের মাঝে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর করে কাগজ কেটে ডাই প্রজেক্ট তৈরি করেছেন।লাভ তৈরি করেছেন কাগজ কেটে প্রতিটি ধাপ আমার কাছ থেকে ভীষণ ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ।
টিনটিনের জন্মদিনের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। তাই আমিও সুন্দর একটি কার্ড তৈরি করে উপস্থাপন করেছি ভাইয়া।
আপু অসাধরণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি টিনটিন বাবুর জন্মদিন কে ঘিরে। সত্যি বলতে টিনটিন বাবু আমাদের সবার চোখের মনি। তার জন্মদিনে আমরা সবাই চেষ্টা করি নিজেদের অনুভূতি গুলোর সুন্দর প্রকাশ করার জন্য। আমার কাছে আপনার বানানো ডাই পোস্টটি অসাধরণ মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। সত্যি আপু টিনটিন আমাদের সকলের খুবই প্রিয়।
টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর দেখতে একটা ডাই তৈরি করেছেন। টিনটিন বাবুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। গোলাপ ফুলগুলো তৈরি করে দেওয়ার কারণে একটু বেশি সুন্দর লাগছে। আর পুঁতি গুলো ফুলের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। টিনটিন বাবুর জন্য দোয়া ভালোবাসা সব সময় থাকবে।
টিনটিনের জন্মদিন মানেই সবার মাঝে অন্য রকমের আনন্দ। তাইতো আমি সেই আনন্দ বাড়িয়ে তুলতে নিজেও কিছু করার চেষ্টা করেছি ভাইয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ডাই পোস্ট তৈরি করে শেয়ার করেছেন । টিনটিন এর জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য খুবই দারুণ একটি আইডিয়া গ্রহণ করেছিলেন আপনি যা দেখে বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
টিনটিনের জন্মদিনে সুন্দর একটি শুভেচ্ছা কার্ড উপহার দেওয়ার চেষ্টা করেছি ভাইয়া। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।
আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর জন্য বেশ সুন্দর একটি কার্ডটি বানিয়েছে। বেশ সুন্দর হয়েছে আপনার বানানো কার্ডটি। পাশে গোলাপ ফুলগুলো দেয়ার জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ কার্ড তৈরির ধাপ সুন্দরভাবে উপস্থাপনের জন্য।
টিনটিনের জন্মদিনের এই বিশেষ দিনটিতে নিজের মতো করে একটি সুন্দর কার্ড বানিয়েছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
"শুভ জন্মদিন টিনটিন" টিনটিনের জন্মদিন উপলক্ষে আপনি খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট উপহার দিয়েছেন। দেখে ভালো লাগলো।
টিনটিনের জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপু আপনি প্রতিবারই তিন তিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর ভাবে বিভিন্ন কিছু তৈরি করে থাকেন। প্রায় সময় গিফট কার্ড তৈরি করতেও দেখি। আমাদের সবার প্রিয় টেনশন বাবুর জন্য দারুন একটি জিনিস বানিয়ে বাবুকে উইশ করেছেন। তিনটি বাবু বড় হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলো দেখে অনেক খুশি হবে।
বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন ভাইয়া। আপনার কমেন্টসে যথেষ্ট বানান ভুল আছে।