সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই সময় পেলে লিখার চেষ্টা করি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট সবার মাঝে শেয়ার করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
সুস্থ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ:

Source
সুস্থ থাকা আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা তখন বুঝতে পারি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি। একজন মানুষকে সুস্থ থাকতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং নিয়ম কানুন মেনে চলতে হবে। সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন কষ্ট বুঝতে পারি। আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা অসুস্থতায় দিনের পর দিন কষ্ট পাচ্ছে। তাদের কষ্ট দেখলে সত্যিই অনেক খারাপ লাগে। তখন মনে হয় আমরা তাদের চেয়ে অনেক ভালো আছি।
বিশেষ করে আমরা যখন হসপিটালে যাই তখন অনেক রোগী দেখতে পাই। আসলে আমরা হয়তো আমাদের সমস্যা নিয়ে হসপিটালে যাই। কিন্তু আরো যারা ডক্টর দেখাতে আসে তাদের অবস্থা হয়তো আরো বেশি খারাপ থাকে। তাদের অসুস্থতা দেখে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। দেখলেই মনে হয় তারা অনেক কষ্ট পাচ্ছে। আসলে সেই সকল অসুস্থ মানুষগুলোর কষ্ট দেখলে নিজের অনেক খারাপ লাগে। হয়তো তাদের সাথে কোন আত্মীয়তার সম্পর্ক নেই। কিংবা আগে কখনো দেখা হয়নি। তবুও তাদের কষ্ট দেখে খুবই খারাপ লাগে।
আমাদের পরিবারের কেউ যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি ভীষণ চিন্তিত হয়ে পড়ি। আসলে পরিবারের মানুষগুলোর সুস্থতা আমরা সব সময় কামনা করি। যদি পরিবারের কেউ অসুস্থ হয়ে যায় তখন মন খারাপ হয়ে যায়। আর এই মন খারাপের মাঝে ভালো থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আসলে ভালো থাকার জন্য মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। তাই সুস্থ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথায় আছে সুস্থতা সকল সুখের মূল। আসলে সুস্থতা ছাড়া কখনো ভালো থাকা যায় না।
মাঝে মাঝে আমরা যেমন অসুস্থ ভাবে পড়ি তেমনি আমাদের পরিবারের আপন মানুষগুলো অসুস্থ হয়ে পড়ে। আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়লে যেমন খারাপ লাগে তেমনি পরিবারের কাছের মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়ে তখন অনেক বেশি খারাপ লাগে। বিভিন্ন চিন্তা মনে ভিড় করে। বারবার বিভিন্ন চিন্তা মনে বাসা বাঁধে। মনে হয় সৃষ্টিকর্তা কেন তাদেরকে অসুস্থ করেছেন। কারো অসুস্থতা দেখতে ভালো লাগে না। অসুস্থতা যখন একজন মানুষকে কষ্ট দেয় তখন আরও বেশি খারাপ লাগে।
সুস্থ জীবন চাই, সুস্থ ভাবে বাঁচতে চাই। আর সুস্থ জীবনের মাঝে আমরা একটু সুখ খুঁজে পাই। আসলে অর্থ সম্পদ কিংবা অন্য কিছু দিয়ে কখনো সুখ কেনা যায় না। আমাদের সুখী হতে হলে সুস্থ থাকতে হবে। আর সুস্থ জীবনের জন্য নিয়ম কানুন মেনে চলতে হবে। সুস্থতা হলো সবচেয়ে বড় সম্পদ। সুস্থ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। জানি না আমার লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কিছু কথা তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
আসলে সুস্থ থাকা আমাদের জন্য সবার অনেক গুরুত্বপূর্ণ।আসলে আপনার মত আমিও,মানুষের অসুস্থতা দেখলে আমাকে খুব খারাপ লাগে।আর যদি পরিবারের কেউ অসুস্থ হয় তখন সেটা আরো বেশি খারাপ লাগে।যাইহোক সৃষ্টিকর্তা আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন এই কামনাই করি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলছেন আপু সুস্থতা সকল সুখের মূল। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত।আপনার প্রতিটি কথা একদম সঠিক অযথ থাকলে বা পরিবারকে অসুস্থ থাকলে আমাদের কারোরই আসলে ভালো লাগে না। আমাদের সবারই সচেতন থাকা উচিত এবং সুস্থ থাকার চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপু গুছিয়ে সুন্দর করে কথাগুলো উপস্থাপন করার জন্য।
কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সুস্থ থাকাটা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক যে,আমরা যখন সুস্থ থাকি,তখন সেটার মর্মতা বুঝতে পারি না। কিন্তু অসুস্থ হলেই সেটার মর্মতা বুঝতে পারি। যাইহোক প্রতিটি মানুষের উচিত হেলদি লাইফস্টাইল মেইনটেইন করা। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থ থাকার সম্ভাবনাও বৃদ্ধি পায়। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Monira93732137/status/1891112835859521945?t=WARx4Pvjh4mwGWWMBwewTA&s=19
একদম ঠিক বলেছেন আপু হসপিটালে গেলে মূলত দেখা যায় কত মানুষ কত সমস্যা নিয়ে জীবন যাপন করছে। আসলে বর্তমান সময়ের খাদ্যদ্রব্যে যত ভেজাল তত সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের শরীরে রোগ বাসা বাঁধছে। তবুও সবাইকে সুস্থ ভাবে বেঁচে থাকতে চেষ্টা করতে হয়। সুস্থতা কত বড় নেয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায়।
ঠিক বলেছেন আপু পরিবারের কেউ অসুস্থ হলে ভীষণ মন খারাপ হয়ে যায়। মনে হয় পুরো পরিবারটাই কেমন যেন অসুস্থতার মধ্যে হয়ে গেছে। বর্তমান সময়ে সুস্থ থাকাটা খুবই জরুরী। কেননা আমি নিজে যদি সুস্থ থাকি তাহলে অন্য জনকেও সুস্থ থাকতে সাহায্য করতে পারবো। তাই সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। আপনার লেখাগুলো বেশ ভালো লেগেছে আপু ধন্যবাদ।
সুস্থতা আল্লাহর দেয়া বড় নিয়ামত।সুস্থ থাকার মাঝেই প্রকৃত সুখ নিহিত।আমাদের আপনজন অসুস্থ হলে আমরা অনেক বেশী ভেঙ্গে পরি।আমাদের প্রিয়জনদের সুস্থতা ও আমরা কামনা করি।হাসপাতালে গেলে দেখা যায় কতো মানুষ যে অসুস্থ। সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এমনটা ই চাওয়া সব সময়।
আসলে সুস্থতা আল্লাহ তায়ালার দেওয়া অনেক বড় নেয়ামত। আমরা অসুস্থ হওয়ার পরেই বুঝতে পারি সুস্থতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। নিজের প্রতি খেয়াল রাখা খুবই জরুরী। আসলে আমরা সুস্থ থাকলেই ভালো থাকতে পারবো। আমরা যখন সুস্থ থাকবো তখন আমাদের মন মানসিকতাও অনেক ভালো থাকবে।