ফটোগ্রাফি-কয়েকটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাই বিভিন্ন সময়ের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি সবার ভালো লাগবে।
কয়েকটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

Location
চন্দ্রমল্লিকা ফুল দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। ফুলের রাজ্যে সময় কাটাতে অনেক ভালো লাগে। আর ফুলের সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুলগুলো যখন বাগানে ফুটে থাকে তখন বাগানের সৌন্দর্য বহু গুনে বেড়ে যায়। আর এই ফুলের প্রত্যেকটা কালার দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। নার্সারিতে গেলে চন্দ্রমল্লিকা ফুল গুলো অনেক দেখা যায়। অনেকে আবার শখের বসে নিজের বাসায় এই ফুলের গাছ লাগায়।

Location

Location
বাগান যখন ফুলে ফুলে ভরে উঠে তখন দেখতে অসাধারণ লাগে। আসলে ফুলের সৌন্দর্য বাগানের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলে। আমি তো ঘুরে ঘুরে সব কিছু দেখেছিলাম আর সুন্দর করে ফটোগ্রাফি করেছিলাম। সত্যি কথা বলতে এত এত ফুল একসাথে ফুটে থাকতে দেখে এতটাই ভালো লেগেছিল যেটা বলে বোঝানোর মত নয়। দূর থেকে ফুল গুলো দেখতে যেমন সুন্দর লাগছিল তেমনি কাছে গিয়ে যখন দেখছিলাম তখনও বেশ সুন্দর লেগেছিল।

Location
চন্দ্রমল্লিকা ফুলের প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর। আর চন্দ্রমল্লিকা ফুল যেহেতু বিভিন্ন কালারের হয় তাই এই ফুলগুলো সবারই অনেক পছন্দের এবং সবাই এই ফুলগুলোর প্রতি আকৃষ্ট। আসলে সুন্দর ফুলের প্রতি আমরা সবাই আকৃষ্ট। সুন্দর কিছু দেখলে কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করি। আর যদি ফুলের কালার অসাধারণ হয় তাহলে ছবি তুলতেও অনেক বেশি ভালো লাগে এবং অন্য রকমের আনন্দ পাওয়া যায়।

Location
চন্দ্রমল্লিকা ফুলের অপরূপ সৌন্দর্য যখন চারপাশের সৌন্দর্যকে বাড়িয়ে তুলে তখন মনে হয় যেন প্রকৃতি ভিন্ন ভাবে সেজেছে। আর ফুলের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। আমি তো এই সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে ফুলের প্রেমে পড়েছি। সত্যি কথা বলতে সুন্দর কিছু দেখলেই আমরা মুগ্ধ হয়ে যাই। আর সেই সুন্দর দৃশ্য গুলো দেখেই ছবি তুলতে ইচ্ছে করে। আমার তো ছবি তুলতে অনেক বেশি ভালো লেগেছিল।

Location
কোন একটা সময় ছিল যখন ফটোগ্রাফি একদম করতাম না। কিন্তু এখন সুন্দর কোন ফুল দেখলেই দ্রুতই ফটোগ্রাফি করি। আসলে ফটোগ্রাফি করাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে যখন সামনে কোন সুন্দর ফুল দেখতে পাই তখন সাথে সাথে ফটোগ্রাফি করে রাখার চেষ্টা করি। আর এই ফটোগ্রাফি গুলো পরবর্তীতে যখন চোখের সামনে আসে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। চন্দ্রমল্লিকা ফুলগুলো সত্যিই অনেক সুন্দর ছিল।
বিভিন্ন সময়ের করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ,চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলি দারুণ হয়েছে আপু।বিশেষ করে শেষের হলুদ রঙের ফুলগুলি আমার কাছে বেশি ভালো লেগেছে, এমনিতেই এই ফুলগুলি আমার খুবই পছন্দের।ধন্যবাদ আপনাকে।
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লেগেছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর।
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।
দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি আপু। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে আপু।
চন্দ্রমল্লিকা ফুল দেখতে যেমনি সুন্দর তেমনি আকর্ষণীয়। এক একটি রং যেন মুগ্ধ করার মতো।প্রত্যেকটি রং একদম নজর কেড়ে নিলো। বেশ কয়েকটি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দরভাবে শেয়ার করলেন আপু। উপস্থাপনাটাও দারুন হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। যত্ন সহকারে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করে সুন্দর উপস্থাপনায় শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
https://x.com/Monira93732137/status/1908914604605866017?t=-pvWtpviv-d36PvZeroZqw&s=19
https://x.com/Monira93732137/status/1908915341234778596?t=0y12dhpj32gZBeuqDmdpIQ&s=19
https://x.com/Monira93732137/status/1908915647809032583?t=XcSG6IH0lBZtW_TLh_qv3A&s=19
https://x.com/Monira93732137/status/1908915954098057335?t=e0uNuxYDJ5Cde14YOjARlA&s=19
https://x.com/Monira93732137/status/1908916449290125412?t=a2XJkG99zMZPHnKAakDNjw&s=19
https://x.com/Monira93732137/status/1908916796280685034?t=1CVvaqSdIr8BrFtMdAUBxg&s=19
https://x.com/Monira93732137/status/1908917229674024976?t=JExsf0Wg3QkzEGe6RMhFkw&s=19
এতগুলো চন্দ্রমল্লিকা ফুল একসাথে দেখে খুবই ভালো লাগলো। আপনি দারুন ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দূর থেকে এতগুলো ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। শেষের এই ফুলগুলো ক্যালেন্ডুলা ফুল। এগুলোও খুব সুন্দর। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি নার্সারিতে গেলে বেশি পাওয়া যায়। আপনার ফটোগ্রাফির মাধ্যমে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি উপভোগ করতে পারলাম।
চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখতে বেশ অসাধারণ লাগে। ফুলটা বেশ সুন্দর আপু। দারুণ করেছেন আপনি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো। বৈশ সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন তা আপনার ফটোগ্রাফির দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে
তুলেছে৷ এখানে সুন্দর চন্দ্রমল্লিকা ফুল দেখে মনের মধ্যে যেন একটি আলাদা আনন্দ কাজ করছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷