স্মৃতিচারণ- দাদু আপনার কথা খুব মনে পড়ে||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে ভিন্ন কিছু লিখতে অনেক ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় সত্যি অনেক ইমোশনাল। আর সেই বিষয়গুলো নিয়ে লিখতে গিয়ে অনেক সময় কষ্টে মন ভরে ওঠে। তেমনি একটি বিষয় নিয়ে আজকে আমি লিখবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
দাদু আপনার কথা খুব মনে পড়ে:

আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে অনেক আপন মানুষকে হারিয়ে ফেলি। অনেক আদরের, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলি। আসলে ছোটবেলা থেকেই আমরা হয়তো একের পর এক আপন মানুষ হারাই। যে মানুষগুলো একটা সময় আমাদেরকে আদর স্নেহে আগলে রাখত সেই মানুষগুলো কোন একদিন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। এমনকি এই পৃথিবী থেকে হারিয়ে যায়। আমরা চাইলেও আর কখনো তাদেরকে দেখতে পাই না। আর কখনো তাদের কাছে যেতে পারি না। জীবনের এই বাস্তবতাটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টের।
আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন হঠাৎ করেই আমার দাদু মারা যান। আজ দাদুর কথা বড্ড বেশি মনে পড়ছে। আমি আজ রাতে স্বপ্নে দাদুকে দেখেছি। আলতো করে স্পর্শ করেছি। আসলে সেই স্পর্শের অনুভূতিটা এখনো আমি খুঁজে পাচ্ছি। মনে হচ্ছে সত্যি সত্যি আমি দাদুকে স্পর্শ করেছি। স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে বোধয় বড্ড ভালো হতো। আসলে যেই মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন সেই মানুষটিকে ভুলে যাওয়া আসলে কখনো সম্ভব নয়। ছোটবেলা থেকেই যে মানুষটি আমাদেরকে আদর স্নেহে বড় করেছেন সেই মানুষটিকে কিভাবে ভুলে যাবো।
ছোটবেলার যত বায়না পূরণ করতেন আমার দাদু। ওনার প্রত্যেকটা স্মৃতি এখনো মনের মাঝে রয়ে গেছে। উনার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনো মনের কোণে উঁকি দিয়ে যায়। মনের অজান্তেই হাসি ফুটে উঠে। আবার যখন মনে হয় তাকে তো আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি তখন মন খারাপ হয়ে যায়। আসলে যেই মানুষটি চিরতরে হারিয়ে যায় তাকে কখনো আমরা ফেরত পাবো না। মনের কোণে সেই অদ্ভুত ব্যথা মনটাকে বিষিয়ে তোলে। মনে হয় সব কিছু যদি আগের মতো হতো তাহলে বড্ড ভালো হতো।
কাউকে হারানোর যন্ত্রণা যে এতটা কঠিন এটা আসলে উপলব্ধি না করলে বলে বোঝানো যাবে না। আমরা হয়তো আমাদের এই বাস্তব জীবনে ধীরে ধীরে অনেক মানুষকে হারিয়ে ফেলবো। হয়তো তারা চিরতরে আমাদের জীবন দিতে হারিয়ে যাবে। সময়ের সাথে সাথে আপন মানুষগুলো আমাদের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে। আসলে সেই মানুষগুলোকে হারানোটা অনেক বেশি কঠিন। তেমনি আমার দাদুকে হারিয়ে এখনো মন বিষন্নতায় ভরে ওঠে। এখনো মনের অজান্তেই দুচোখে পানি চলে আসে। মনে হয় যেন আবার যদি তাকে ফিরে পেতাম তাহলে হয়তো অনেক ভালো হতো।
দাদু আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার হয়তো অনেকদিন হয়ে গেছে। কিন্তু এখনো তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা যেন মনের মাঝে রয়েই গেছে। সেই আকাঙ্ক্ষা হয়তো কখনো পূর্ণ হবে না। তবুও মনের মাঝে ক্ষুদ্র বাসনা রয়েই গেছে। আসলে আমরা যাদেরকে ভালোবেসে আঁকড়ে ধরি তারা কোন একটা সময় আমাদেরকে ছেড়ে চলে যায়। আর সারা জীবন আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকে। আর মনের মাঝে কষ্ট তৈরি করে। সেই কষ্ট কাউকে বলে বোঝানোর মত নয়। যাইহোক আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি থেকে কথাগুলো তুলে ধরার।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1891843581658398951?t=1NhxhT9ZYoMcMdG1-wxOpg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই আপু, আমরা ছোটবেলা থেকেই কাছের মানুষ গুলো হারাতে শুরু করে। আপনার মত আমিও যখন একাদশ শ্রেণিতে অর্থাৎ সবেমাত্র ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে উঠেছি তখন আমার দাদি মারা যায়। দাদির কথা আমার খুব মনে পড়ে। আপনার মত মাঝে মাঝে আমিও স্বপ্ন দেখি দাদিকে নিয়ে। আপনি বেশ অনেকদিন পর দাদুকে স্বপ্নে দেখে স্বপ্নের মধ্যে তাকে স্পর্শ করেছেন। এই মানুষগুলো একসময় আমাদের কত ভালোবাসার ছিলো।মানুষ হারানোর যন্ত্রণা আসলে অনেক কষ্টের। মানুষগুলো সারা জীবন আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।
একদম ঠিক বলেছেন আপু আমরা ছোটবেলা থেকে আমাদের কাছের মানুষগুলোকে হারানো শুরু করি। এই কষ্টটা বলে বোঝানো যায় না। অনেক কষ্টের।
যাদের দাদু এখনো বেঁচে আছে তারা হয়তো এই দাদু হারানোর যন্ত্রণাটা বুঝতে পারিনি। আমার দাদু প্রায় নয় বছর হবে মারা গেছে। মা-বাবার পরেই দাদা-দাদী সবথেকে বেশি ভালোবাসে। আপনার দাদু সবাইকে ছেড়ে চলে গেছে । দোয়া করি উনি যেন জান্নাত বাসী হয়। খুবই সুন্দরভাবে নিজের মনের মধ্যে কার অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আজকে আপনার পোষ্ট পড়ে আমার দাদুর কথা ভীষণ মনে পড়ছে। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু যারা আপনজন হারায়নি তারা আপনজন হারানোর কষ্ট বুঝতে পারবে না। এই কষ্ট বলে বোঝানোর মত নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
দাদা,দাদু,নানা, নানু এই মানুষগুলো কিন্তু আমাদের সব সময় আগলে রাখে। ছোটবেলা থেকেই আমাদের আদর ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখে। কিন্তু অনেক সময় তাদেরকে হারিয়ে ফেলতে হয়। যদিও দাদাকে দেখিনি, দাদুর কথাও মনে নেই।তবে আমার নানা নানু তো সবসময় আমার কাছেই ছিল। যদিও নানু এখনো আছে কিন্তু দুঃখের বিষয় হল আমার বিয়ের দু দিন আগে আমার নানা মারা গিয়েছে। আর সেটা সবচেয়ে বেশি কষ্টের ছিল। যেখানে আমার বিয়েতে আসার জন্য অনেক তোড়জোড় করেছিল কিন্তু সেই মানুষটাই ছিল না। অনেক বেশি কষ্টের দিনগুলো পার করেছিলাম। আপনার দাদুর কথা আপনার মনে পড়েছে দেখে আমারও সেই কথাগুলো মনে পড়ে গেল।
আপু আপনার জীবনের একটি সুন্দর মুহূর্তে আপনি আপনার নানাকে হারিয়েছেন এটা জেনে খুবই খারাপ লাগলো। প্রিয় মানুষগুলো এভাবেই জীবন শেষ হারিয়ে যায়।
যে সময়টা আমার অনেক বেশি কষ্টের ছিল। অনেক স্বপ্ন তখনই হারিয়ে গিয়েছিল।
জীবনে দাদু সম্পর্কটা সত্যিই বড় মিষ্টি একটি সম্পর্ক। আপনার এই পোস্ট পড়ে আমারও দাদুর কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় দাদুর হাত ধরে কত ঘুরেছি। একসময় সারা কলকাতা শহর চষে বেড়াতাম। শৈশব দিনগুলো আজ খুব মনে পড়ে। আপনার সুন্দর স্মৃতি গুলি পড়ে বেশ বুঝতে পারছি যে আপনি দাদুকে খুব মিস করছেন। তবে তিনি যেখানেই থাকুন, তাঁর আশীর্বাদের হাত আপনার মাথার উপর সবসময় আছে।
ঠিক বলেছেন ভাইয়া দাদু মানেই হাজারো স্মৃতি। অন্য রকমের অনুভূতি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
আপনার পোস্টটি পড়ে আমারও দাদু কথা খুব মনে পড়ে গেলো। দাদু নাই দাদুর সাথে কাটানো মুহূর্ত গুলো হৃদয়ের মাঝে বিচরণ করে। আপনার পোস্টটি পড়ে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়লাম। ধন্যবাদ আপনাকে আপু।
আমার দাদু আমাকে ভীষণ আদর করতেন। আমি যখন সাউথ কোরিয়াতে ছিলাম, তখন আমার দাদু মারা গিয়েছেন। শেষ বারের মতো দাদুকে একবার দেখতেও পারিনি। আপনার পোস্টটি পড়ে দাদুর কথা মনে পড়ে গিয়েছে। যাইহোক আপনি আপনার দাদুকে রাতে স্বপ্নে দেখেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।