জেনারেল রাইটিং-সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন||

in আমার বাংলা ব্লগ27 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লিখতে অনেক ভালো লাগে। তবে নিজের অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে লিখতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি আমার অভিজ্ঞতা থেকেই কিছু কথা লিখবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।


সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম প্রয়োজন:

girl-5966882_1280.jpg

Source


একজন মানুষকে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম অনেক বেশি দরকারি। একজন সুস্থ মানুষের দৈনন্দিন ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু অনেক সময় আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। কোনো মানসিক চাপে কিংবা ব্যস্ততায় ঘুমানোর সময় আমরা পাই না। অনেক সময় দেখা যায় সেই মানসিক প্রেসার আমাদেরকে আরো বেশি অসুস্থ করে তোলে। নিজের শরীরের জন্য যে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন সেই বিশ্রামের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো। বিশেষ করে ঘুম খুবই প্রয়োজনীয়। ঘুম কম হলে সুস্থ থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায়।


যখন আমাদের পর্যাপ্ত ঘুম হয় তখন আমরা বুঝতে পারি আমাদের শরীর কতটা সুস্থ আছে। আসলে কয়েকদিন থেকে আমার একদমই ঘুম হচ্ছে না। হঠাৎ করেই ঘুম ভেঙে যাচ্ছে। ২-৩ ঘণ্টার মধ্যেই বারবার জেগে উঠছি। এভাবে ঘুমালে হয়তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বো। ইতোমধ্যেই অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। যদিও এরকম ঘুমের সমস্যা আগে আমার একদমই ছিল না। কিন্তু হঠাৎ করে কিভাবে যে এই সমস্যার মধ্যে পড়লাম বুঝতে পারছি না। নির্ঘুম রাত কাটানোটা যে কতটা কষ্টের এটা আসলে কাউকে বলে বোঝানোর মত নয়।


অনেক সময় জোর করে ঘুমানোর চেষ্টা করলেও কান একদম সজাগ থেকে যায়। শুধু চোখ বন্ধ করে থাকলেই ঘুম হয় না। সঠিকভাবে ঘুম না হলে সেই ঘুমের কোন উপকারিতা খুঁজে পাওয়া যায় না। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যদি অস্বস্তিতে পড়ে যেতে হয় আমরা তখন আসলে বুঝতে পারি যে ঘুম কতটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় একজন মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে ঘুমানোটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু হঠাৎ করে যখন ঘুমের পরিমাণ কমে যায় তখন শরীর খুবই খারাপ হতে শুরু করে। আর সেই অসুস্থতা থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে যায়।


নির্ঘুম রাত কাটানোর কষ্টটা যে কতটুকু আসলে এটা কাউকে বলে বোঝানোর মত নয়। আমার কাছে মনে হয় একজন মানুষকে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত ঘুম যেমন প্রয়োজনীয় তেমনি মানসিক শান্তিটা অনেক বেশি দরকারি। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে ঘুমানো উচিত। নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা উচিত। হয়তো এই অভ্যাসটা করা একদিনে সম্ভব নয়। তবে সময়ের সাথে সাথে অভ্যেস করে তোলা উচিত। যাতে করে আমরা সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি।


ভালো থাকার জন্য হলেও ঘুমানো উচিত। ঘুম না আসলেও ঘুমানোর চেষ্টা করা উচিত। কারণ নিজেকে ভালো রাখতে হলে পর্যাপ্ত ঘুম অনেক বেশি দরকারি। আর এভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কোন এক সময় আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো। যেই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে আমাদের আরও বেশি কষ্ট হবে। অনেকের দুশ্চিন্তার কারণে হয়তো ঘুম হয় না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় মাঝে মাঝে এমনিতেই আসলে ঘুম হয় না। এই সমস্যা গুলোর মোকাবেলা করা কিংবা এই সমস্যাগুলো রিকভার করাটা সত্যি অনেক কঠিন। আমরা সবাই নিজের সুস্থতা চাই। তাই নিজেকেই চেষ্টা করতে হবে সব সমস্যার মোকাবেলা করার। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুমানোর বিকল্প নেই।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 27 days ago 

IMG_20241130_163555.jpg
IMG_20241130_163606.jpg
IMG_20241130_163623.jpg

 27 days ago 

একজন সুস্থ মানুষের জন্য পর্যাপ্ত ঘুম ভীষন দরকারী।আপনি পর্যাপ্ত ঘুমের উপকারিতা ও অপকারিতা নিয়ে খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন আপু।ভালো লাগলো লেখা গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ব্লগটি শেয়ার করার জন্য।

 27 days ago 

ঠিক বলেছেন আপু সুস্থ থাকতে হলে ঘুমের বিকল্প কিছু নেই। কিন্তু মানসিক শান্তি না থাকলে ঘুম আসতে চায়না। তখন অনেক চেষ্টা করে ঘুমানো যায় না। আর শরীর তখনই খারাপ হয়ে যায়। ঘুমের সময়টা নির্দিষ্ট করে নিলে তখন ঠিকই ঘুম আসে। যাইহোক আপু খুবই উপকারী একটি পোস্ট করেছেন। ভালো লাগলো পড়ে।

 27 days ago 

আসলে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর ফলে আমরা ভালো থাকতে পারবো। তাই জন্য অবশ্যই আমাদেরকে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুম না যাই, তাহলে শরীর অনেক অসুস্থ হয়ে যাবে। একজন সুস্থ মানুষের ঘুম খুব প্রয়োজন। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন আপনি, যেটা আমার অনেক ভালো লাগলো।

 27 days ago 

আপু আপনার এই পোস্টটি আমার আপুর বেশী করে পড়া প্রয়োজন। সে তো ঘুমায়ই না। রাত জেগে জেগে কাটায়। আপনি সত্য বলেছেন বেচেঁ থাকতে চাই সুস্থ্য দেহ। আর সুস্থ্য দেহের জন্য চাই পর্যাপ্ত ঘুমের। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 27 days ago 

হায়রে ঘুম! কতদিন যে ঠিকমত ঘুমাই না সেটার হিসেব নাই। আমিও জানি যে সুস্থ থাকতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ঘুম না হলে এমনিতেই সারাদিন যেন কেমন কেমন লাগে। খুব সুন্দর করে একটি উপকারী পোস্ট লিখলেন আমাদের জন্য। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 27 days ago 

সুস্থ থাকতে হলে প্রতিটি মানুষের ৬-৭ ঘন্টা ঘুমানো দরকার। অনেক সময় মানসিক চাপের কারনে ঘুমের সমস্যা দেখা দেয়। তাই ঘুমাতে যাওয়ার সময় ও উঠার সময় নির্দিস্ট করে নিলে ঘুমের সমস্যা অনেকটা কমে আসে। সেই সাথে ঘুমের সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকলে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়।

 26 days ago 

আপনার পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখেছেন । পর্যাপ্ত ঘুম শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও অপরিহার্য। দারুণ একটি লেখনী শেয়ার করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94003.99
ETH 3310.95
USDT 1.00
SBD 3.12