নাটক রিভিউ-অভিমান||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। যেহেতু প্রত্যেক সপ্তাহে একটি করে নাটক রিভিউ শেয়ার করি তাই ভাবলাম আজকে একটি নাটক রিভিউ শেয়ার করি। গতকাল রাতে আমি এই নাটকটি দেখেছিলাম। সার্ভার ডাউনের কারণে যখন কিছুই করতে পারছিলাম না। তখন ভাবলাম একটি নাটক দেখে ফেলি। আশা করছি এই নাটকের রিভিউ সবার ভালো লাগবে।


IMG_20241001_102837.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামঅভিমান
প্রযোজকএস কে শাহেদ আলী
পরিচালনাঅনন্য ইমন
অভিনয়েজোভান, মেহেজাবীন চৌধুরী
দৈর্ঘ্য৩২ মিনিট
মুক্তির তারিখ১৯ সেপ্টেম্বর ২০২৪
ধরনড্রামা
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • জোভান(আকাশ)
  • মেহেজাবীন চৌধুরী(মেঘলা)
কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2024-09-30-21-01-30-14.jpg
Screenshot_2024-09-30-21-03-21-36.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


নাটকের শুরুতেই আমরা দেখতে পাই বিয়ে বাড়ি থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। এরপর দৃশ্য চলে যায় আগের ঘটনায়। নাটকের নায়িকা মেঘলা থানায় গিয়েছে আর আকাশ আগে থেকেই থানায় ছিল। আকাশ ছিন্তাইকারীর কাছ থেকে একটি আংটি উদ্ধার করেছে। আর সেই আংটিটা ছিল মেঘলার। মেঘলা কে থানা থেকে কল করা হলে সে থানায় যায়। এরপর মেঘলা তার বিয়ের আংটিটা ফেরত পায়। কিন্তু আকাশ মেঘলাকে সেখানেই প্রপোজ করে। থানার মধ্যে এভাবে প্রপোজ করাতে মেঘলা আকাশকে পাগল মনে করে। এরপর সেখান থেকে বেরিয়ে যায়।


Screenshot_2024-09-30-21-04-59-38.jpg
Screenshot_2024-09-30-21-06-25-02.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার মেঘলা যখন বিয়ের শপিং করার জন্য বাড়ি থেকে বের হয় তখন দেখে আকাশ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরপর তারা যখন শপিং করতে যায় তখন দেখে আকাশ তাদেরকে ফলো করছে। এমনকি মেঘলা এবং তার মা যেখানে যেখানে যাচ্ছে আকাশ ঠিক সেখানে সেখানেই যাচ্ছে। এটা দেখে মেঘলা ভীষণ অবাক হয়ে যায়। মেঘলা বুঝতে পারছিল না কি করবে। অন্যদিকে মেঘলার মা বুঝতে পারছিল ছেলেটি তাদেরকে ফলো করছে। এরপর তারা বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর মেঘলা বলে যেই ছেলেটি তাকে থানায় প্রপোজ করেছিল সেই ছেলেটি হল আজকের ফলো করা সেই ছেলেটি। এটা শুনে তো মেঘলার মা অবাক হয়ে যায়।


Screenshot_2024-09-30-21-07-12-24.jpg
Screenshot_2024-09-30-21-07-15-62.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এবার মেঘলা যখন বাহিরে বের হয় তখন আবারো সেই আকাশকে দেখতে পায়। মেঘলা তখন তার হবু হাজবেন্ডের সাথে যাচ্ছিল। তখন মেঘলা আকাশকে বলেছে সে যেন তার পিছে পিছে না ঘুরে। রাতের বেলায় মেঘলা বারান্দায় এসে হঠাৎ করে দেখে আকাশ বাহিরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। এটা দেখে মেঘলা অবাক হয়ে যায়। আর রুমে চলে যায়। অনেকক্ষণ তার কোন ঘুম আসে না। এরপর সকাল বেলায় দেখে আকাশ সেখানেই বসে আছে। এটা দেখে মেঘলার খুবই খারাপ লাগে। এরপর আকাশের সাথে কথা বলে। আকাশ মেঘলাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। তখন মেঘলা তাকে ভালোভাবে বোঝায় আর বলে তার বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে আকাশ খুবই মন খারাপ করে। এরপর বলে বিয়ের আগের দিন পর্যন্ত সে সময় চায়। প্রতিদিন যেন মেঘলা তাকে কিছুটা সময় দেয়।


Screenshot_2024-09-30-21-07-38-10.jpg
Screenshot_2024-09-30-21-08-18-82.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


এরপর প্রতিদিন মেঘলা আকাশের সাথে ঘুরে বেড়ায় আর সুন্দর সময় কাটায়। মেঘলা জানতে পারে আকাশ এতিমখানায় বড় হয়েছে তার কেউ নেই। মেঘলা বুঝতে পারে আকাশ তাকে অনেক ভালোবাসে আর আকাশের পাগলামো গুলো এবং ভালোবাসার বহিঃপ্রকাশ গুলো মেঘলার খুবই ভালো লাগে। সেও বিষয়টা উপভোগ করতে থাকে। মেঘলা ধীরে ধীরে আকাশের প্রতি কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। কিন্তু তার যে বিয়ে ঠিক হয়ে গেছে। এটা ভেবেই মন খারাপ হয়ে যায়। মেঘলা বুঝতে পারছিল না কি করবে। সে আকাশের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছে। আর নিজের জীবনের মানে খুঁজে পেয়েছিল। দেখতে দেখতে বিয়ের আগের দিন চলে আসে। আর আকাশের সাথে দেখা করার শেষ দিন চলে আসে। এরপর আকাশের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে।


Screenshot_2024-09-30-21-18-17-87.jpg
Screenshot_2024-09-30-21-20-02-96.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব


যেহেতু পরের দিন মেঘলার বিয়ে ছিল তাই আকাশের খুবই কষ্ট হয়েছিল। অন্যদিকে মেঘলাও ভীষণ মন খারাপ করেছিল। আকাশ বুঝতে পারছিল না কিভাবে কি করবে। এরপর আবার সেই প্রথম সিন দেখানো হয়। আকাশ মেঘলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর মেঘলা বধু বেশে বাহিরে বের হয়ে এসেছে। তখন মেঘলা জানায় সে বিয়েটা ভেঙে দিয়েছে। আর বাবা-মাকে সব কিছুই বলেছে। আকাশ বলে সে অতিম। তার বাড়ি, গাড়ি নেই। কিন্তু অনেক ভালোবাসা আছে। মেঘলা বলে সে ভালোবাসাতেই সুখে থাকবে। এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।


Screenshot_2024-09-30-21-20-55-31.jpg
Screenshot_2024-09-30-21-22-17-42.jpg

স্ক্রিনশর্ট: ইউটিউব

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬


নাটকের গল্পটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে নাটকের গল্পের সাথে নাটকের নামটি আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়নি। আসলে অনেক সময় নাটকের গল্পের সাথে যদি নামের সামঞ্জস্য না থাকে তাহলে গল্পটাই কেন জানি ভালো লাগেনা। মনে হয় যেন অপূর্ণই রয়ে গেছে। তবে গল্পটি বেশ ভালো ছিল।


ব্যক্তিগত রেটিং:

৮/১০

নাটকের লিংক




আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 last month 

পুরো কাহিনীটাকে সংক্ষেপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন অভিমান নাটকটির রিভিউ। এই নায়ক নায়িকা আমার অনেক পছন্দের। তাদের অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে। অনেক আগে থেকেই আমি তাদের নাটক দেখি। তাদের দুজনের অভিনয় অনেক সুন্দর হয়। অভিমান মধ্যেও অনেক সুন্দর অভিনয় করেছে তারা। অভিমান নাটকের রিভিউটা সুন্দরভাবে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 last month 

নাটকের গল্পটির বর্ণনা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

বাংলাদেশের অন্যতম নায়ক নায়িকাদের মধ্যে মেহজাবিন আমার একজন প্রিয় অভিনেত্রী। আসলে কেন জানি বাংলাদেশের নাটক দেখতে আমার খুব ভালো লাগে। এছাড়াও আজ আপনি আমাদের মাঝে দারুন একটা নাটকের রিভিউ নিয়ে এসেছেন। আপনার ভিডিওটি পরে পরবর্তীতে এই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া মেহজাবিন অনেক ভালো অভিনয় করে। এই নাটকটি আমার অনেক ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last month 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ বেড়ে গেল।সময় করে নাটকটি দেখে নিব।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

নাটকের গল্পটি সত্যিই দারুণ ছিল আপু। আপনি সময় নিয়ে নাটকটি দেখবেন। আশা করছি ভালো লাগবে আপু।

 last month 

ওয়া এমন সুন্দর একটি নাটকের রিভিউ করে ফেললেন। এমনই আমি সময় পাই না।যাও একটি নাটক দেখেছিলাম রিভিউ করার জন্য সেটাও আপনি রিভিউ করে দিলেন। মেজাজ আমার তুঙ্গে। তবে আমার মনে হয় আমি হয়তো এমন সুন্দর করে নাটকটির রিভিউ করতে পারতাম না। যেটা কিনা আপনি করেছেন। অসাধারণ রিভিউ আপু। ধন্যবাদ আপনাকে।

 last month 

আপু আমি চেষ্টা করেছি দারুন একটি নাটক রিভিউ শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last month 

ওয়াও আপনি দারুণ একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। জোভানের নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার নাটকের রিভিউ পড়ে নাটক টি দেখার আগ্রহ বেড়ে গেলো। সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 last month 

জোভানের নাটক গুলো আমার কাছেও বেশ ভালো লাগে। তাই তো এই নাটক রিভিউ শেয়ার করেছি।

 last month 

অভিমান নাটকটি ইউটিউব এ কয়েকদিন আগে দেখলাম। তবে সময়ের অভাবে নাটকটি দেখা হয়ে উঠেনি। আপনার রিভিউ দেখে নাটকটি দেখা হয়ে গেলো। নাটকটির গল্প বেশ ভালো লেগেছে। তবে আপনার মতো আমার কাছে ও মনে হলো গল্পের সাথে নামটি ঠিক হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

আপনি এই নাটকটি কয়েকদিন আগে ইউটিউবে দেখেছেন জেনে ভালো লাগলো। সময় পেলে সম্পূর্ণ নাটকটি দেখতে পারেন ভাইয়া। গল্পটি ভালো লেগেছে আমার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

এটি ঠিক আপু কিছু কিছু নাটক আছে গল্পের সাথে নামের সামঞ্জস্য থাকে না। তখন নাটকটি দেখতেও তেমন ভালো লাগেনা। তবে আমার কাছে মেহজাবিন এবং জোভান এর নাটক বেশি ভালো লাগে। তবে নাটকের গল্পটি পড়ে বেশ ভালই লাগলো। সময় পেলে এই নাটকটি দেখার চেষ্টা করব। অনেক সুন্দর করে নাটকটি আমাদের মাঝে রিভিউ করেছেন।

 last month 

সত্যি আপু গল্পের সাথে যদি নাটকের নাম মিল না থাকে তাহলে অনেকটা বিরক্ত লাগে। তবে নাটকটি ভালো ছিল।

 last month 

মেহজাবিন চৌধুরী আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। তার নাটকগুলো অনেক ভালো লাগে আমার কাছে। জোভানের নাটকও প্রায় সময় দেখা হয়। অভিমান নাটকটির সম্পূর্ণ রিভিউ পড়ে ভালো লেগেছে। এই নাটকের শেষটা অনেক সুন্দর ছিল। আমি যদি সময় পাই তবে নাটকটা অবশ্যই দেখার জন্য চেষ্টা করবো।

 last month 

মেহজাবিন চৌধুরী এই নাটকটিতে দারুন অভিনয় করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68787.29
ETH 2435.35
USDT 1.00
SBD 2.33