সন্ধ্যার আগমুহূর্তে সুন্দর একটি ছবি তুললাম,@mona13 #আমার_বাংলা_ব্লগ😍

বিকেল বেলায় সব বন্ধু গুলো একসাথে আড্ডা দেওয়ার জন্য জায়গা ঠিক কললাম আমাদের কলেজ এর ভিতরে গিয়ে বসবো।

সবাই এক সাথে অনেক মজা করলাম
একসময় সন্ধ্যা হয়ে আসলো, ৫মিনিট এর মধ্যে মাগরিব এস আজান দিবে,

হঠাৎ করে চোখে বাদলো যে এক কায়গায় বৃষ্টির পানি জমে আছে, আর তর চার পাশে অনেক ঘাস এবং ইটের খোয়া
ঘাস গুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম দেখি ফ্রেম বন্দি করি কেমন হয়
পরে দেখি ছবি গুলো খুব ভালো লাগছে,
তাই আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম

IMG20210801182926.jpg
পানির মধ্যে ঘাস

কিছু মুহূর্তে এমন কিছু জিনিস চোখের সামনে ধরা দেয় যে মনে হয়ে সব সময় সেগুলো দেখি
😊
আপনাদের বলে হয়তো বুঝাইতে পারছি না যে কত ভালো লাগছিল

IMG20210801182819.jpg
ইটের খোয়া ও ঘাস

আপনাদের সাপোর্ট পেলে আরো অনেক ভালো ভালো ছবি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ।
আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন🥰

আমরা বাঙালি বাংলায় আমাদের মাতৃভাষা তাই বাংলায় লেখালেখি করতে সবাই ক উৎসাহিত করি।

Photographer --rm mona
Device OPPO F7
Location #bamundi_clg

Sort:  

প্রথমে আপনাকে কমিউনিটিতে পরিচিতি মূলক পোস্ট করতে হবে।এটা জুরুরী বিষয়।
ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.26
JST 0.039
BTC 93501.46
ETH 3355.78
USDT 1.00
SBD 3.29