সন্ধ্যার আগমুহূর্তে সুন্দর একটি ছবি তুললাম,@mona13 #আমার_বাংলা_ব্লগ😍
বিকেল বেলায় সব বন্ধু গুলো একসাথে আড্ডা দেওয়ার জন্য জায়গা ঠিক কললাম আমাদের কলেজ এর ভিতরে গিয়ে বসবো।
সবাই এক সাথে অনেক মজা করলাম
একসময় সন্ধ্যা হয়ে আসলো, ৫মিনিট এর মধ্যে মাগরিব এস আজান দিবে,
হঠাৎ করে চোখে বাদলো যে এক কায়গায় বৃষ্টির পানি জমে আছে, আর তর চার পাশে অনেক ঘাস এবং ইটের খোয়া
ঘাস গুলো দেখতে খুব সুন্দর লাগছিলো তাই ভাবলাম দেখি ফ্রেম বন্দি করি কেমন হয়
পরে দেখি ছবি গুলো খুব ভালো লাগছে,
তাই আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম
পানির মধ্যে ঘাস
কিছু মুহূর্তে এমন কিছু জিনিস চোখের সামনে ধরা দেয় যে মনে হয়ে সব সময় সেগুলো দেখি
😊
আপনাদের বলে হয়তো বুঝাইতে পারছি না যে কত ভালো লাগছিল
ইটের খোয়া ও ঘাস
আপনাদের সাপোর্ট পেলে আরো অনেক ভালো ভালো ছবি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ।
আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন🥰
আমরা বাঙালি বাংলায় আমাদের মাতৃভাষা তাই বাংলায় লেখালেখি করতে সবাই ক উৎসাহিত করি।
Photographer --rm mona
Device OPPO F7
Location #bamundi_clg
প্রথমে আপনাকে কমিউনিটিতে পরিচিতি মূলক পোস্ট করতে হবে।এটা জুরুরী বিষয়।
ধন্যবাদ।
আমার বাংলা ব্লগে কিছু শেয়ার করার পূর্বে আপনাকে ভেরিফাই হতে হবে, তার জন্য প্রথমে পরিচিতিমূলক পোষ্ট করতে হবে।
স্টিমিট প্ল্যাটফর্মে বাংলা ভাষার সর্বপ্রথম ও একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ" -এ আপনাকে সুস্বাগতম
➤ আমার বাংলা ব্লগের যাত্রা শুরু......
➤ "আমার বাংলা ব্লগ" -এর governance এর উপর সংক্ষিপ্ত আলোকপাত
"আমার বাংলা ব্লগ" -এ একজন একটিভ ব্লগার হওয়ার জন্য নিম্নলিখিত গাইডলাইনস ফলো করুন:
☑ Verification পোস্ট করা অবশ্যই প্রয়োজনীয় । আপনার Steemit ID, "আমার বাংলা ব্লগ" লেখা এবং তারিখ সহ একটি পেপার এর সাথে সেলফি দেওয়া বাধ্যতামূলক Verification পোস্টের সাথে ।
☑ নিয়মিত পোস্ট করা । প্রতিদিন করা সম্ভব না হলে সপ্তাহে অন্তত তিনদিন পোস্ট করবেন ।
☑ নিজের পোস্টে অন্য ব্লগারদের করা কমেন্টে ৩-৪ দিনের মধ্যে reply দেবেন ।
☑ নিয়মিত অন্যদের পোস্ট পড়বেন যতগুলি সম্ভব ।
কারো পোস্ট ভালো লাগলে এড়িয়ে যাবেন না, তাকে আপভোট দিয়ে সাপোর্ট করবেন । আপনার ক্ষুদ্র একটি সাপোর্ট যে কোন অথরের কাছে সেটা বিশাল।
☑ অন্য অথরদের পোস্টে গঠনমূলক সমালোচনা বা আপনার ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন ।
☑ মাঝে মাঝে উপকারী পোস্টগুলি বা ভালো মানের পোস্টগুলি re-steem বা re-blog করবেন ।
☑ আমাদের কম্যুনিটির সম্মানিত অ্যাডমিন বা মডারেটর প্যানেলের সাথে সহযোগিতামূলক আচরণ করবেন ।
☑ আমাদের কমিউনিটির discord সার্ভারে একটিভ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন ।
👆 "আমার বাংলা ব্লগ" এর নিয়মাবলীর সর্বশেষ আপডেট
ধন্যবাদ ভাইয়া বিষয় গুলো জানানোর জন্য।
আর অবশ্যই পরিচিত হবার জন্য একটা পোস্ট করবো ইনশাআল্লাহ