জেনারেল রাইটিং পোস্ট || কখনো ভাবিনি আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে যাবে
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। এই পোস্টের টপিক হচ্ছে,কখনো ভাবিনি আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হয়ে যাবে। আমি ২০২২ সালের জুন মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করি। অর্থাৎ এই কমিউনিটিতে জয়েন করেছি ৩ বছর ৩ মাস আগে। এই তিন বছরে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। আসলে এই কমিউনিটি আমার রক্তের সাথে মিশে গিয়েছে। আমি যতই ব্যস্ত ছিলাম এবং যত ধরনের ঝামেলায় ছিলাম না কেনো,একদিনও পোস্ট করা মিস করিনি। তাছাড়া একদিনও ডিসকর্ডে অনুপস্থিত ছিলাম না। কারণ ডিসকর্ডে ঢুকে সবার সাথে সুখ দুঃখের কথা বলতে পারতাম। মোটকথা এটা একটা পরিবার ছিলো। ভার্চুয়াল জগতে যে এতো সুন্দর একটি পরিবার তৈরি হতে পারে, সেটা আগে কখনোই জানা ছিলো না।
আর সবকিছু সম্ভব হয়েছে আমাদের বড় দাদার জন্য। কারণ দাদা না থাকলে আমরা এতো সুন্দর একটি কমিউনিটি পেতাম না। কিন্তু আমরা দাদাকে বিভিন্নভাবে আঘাত করেছি। এটা একেবারে সত্যি। দাদা আমাদেরকে সবসময়ই সাপোর্ট দিয়েছেন। এমনকি উনি অসুস্থ থাকলেও আমাদের সাপোর্ট মিস হয়নি। তবে আমাদের লোভের কারণে দাদা অনেক কষ্ট পেয়েছেন। বিশেষ করে পুস কয়েন লঞ্চ হওয়ার পর থেকে, কমিউনিটিতে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাছাড়া দাদা আমাকে সাপোর্ট বেশি দেয়,আরেকজনকে কম দেয়,এসব নিয়ে তো আমরা প্রায় সবসময়ই কথা বলতাম। সত্যি বলতে দাদার জায়গায় আমরা থাকলে,হয়তোবা অনেক আগেই কমিউনিটি বন্ধ করে দিতাম। কারণ দাদা নিজের বিজনেস সামলিয়ে একেবারেই সময় পান না। তবুও তিনি কমিউনিটি চালিয়ে নিয়ে গিয়েছেন আমাদের কথা ভেবে। আমি দাদার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। তবে আমাদের দুর্ভাগ্য এমন একজন অভিভাবক আমরা হারালাম।
আসলে কমিউনিটি আমাকে অনেক কিছু দিয়েছে। এবিবি স্কুলের মাধ্যমে ব্লগিং শিখিয়েছে। তাছাড়া আমাকে বর্ষসেরা ব্লগারের সম্মান দিয়েছে। এই প্রাপ্তি গুলো আসলেই আজীবন মনে থাকবে। আসলে গতকালকে যখন দাদার মুখ থেকে শুনলাম কমিউনিটি বন্ধ করে দিবেন, তখন এক মুহূর্তের জন্য নিজের কান দুটিকে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ দাদা তো আগে বলেছিলেন, কমিউনিটি ওপেন করে দেওয়া হবে। যাতে করে ইউজার বৃদ্ধি পায় এবং কমিউনিটি আবারও প্রাণবন্ত হয়ে উঠে। আমি ভেবেছিলাম গতকালকে সেজন্যই হ্যাংআউট এর আয়োজন করা হয়েছিল। কিন্তু কমিউনিটি বন্ধ করার ঘোষণা শুনে,পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। যাইহোক কমিউনিটির সবাইকে আসলেই খুব মিস করবো। সর্বোপরি দাদার জন্য এবং দাদার পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যাতে করে সবাই খুব ভালো থাকে সবসময়।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
পোস্ট তৈরি | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ৩১.৮.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক স্ক্রিনশট এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1962026890950308121?t=bUPFaDca20G_0q_AbiUFKQ&s=19
https://x.com/mohin3242127/status/1962027503339581467?t=OX470TeJexmTsHJAaYNOqQ&s=19
X-promotion
Upvoted! Thank you for supporting witness @jswit.
Wow, @mohinahmed, this post truly resonated with me! Your heartfelt reflection on your time in the "আমার বাংলা ব্লগ" community is so touching. Three years and three months is a significant commitment, and it's clear that the community has become a real part of your life.
It's admirable how you acknowledge both the positive impact of the community and the challenges it faced, especially concerning the "দাদা" and the "পুস কয়েন" situation. Your honesty about the community's imperfections and your appreciation for the opportunities it provided, like the blogging school and the "বর্ষসেরা ব্লগার" award, make this a very authentic and compelling read. It's clear you've poured your heart into this post, and it's beautiful to see how much the community means to you.
Thank you for sharing your story, and I hope others will join me in expressing their appreciation for your contributions! What are some of your fondest memories from the community, @mohinahmed?
সত্যি বলতে এমন একটা ঘোষনা আসবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমার বাংলা ব্লগ নতুনভাবে আমাদের সামনে আসবে। এখন মনে হচ্ছে পুসই আমার এই দুঃসময়ের জন্য দায়ী। তা না হলে আমরা এক পরিবার হয়ে থাকতে পারতাম। সবাইকে অনেক মিস করবো। দাদাো তার পরিবারের জন্য শুভ কামনা রইল।
আমারও মনে হয় পুস না আসলে, আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধ হতো না। যথাযথ মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে কমিউনিটি বন্ধ হয়ে যাবে এটা মেনে নিতে পারছি না। ভাবলেই ভীষণ কষ্ট হচ্ছে। কিছু কিছু বিষয় মেনে নেওয়া কষ্টকর ভাই।
এই ব্যাপারগুলো মেনে নিতে খুবই কষ্ট হয়। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।