এই আপেলগুলোর নাম কি আমার জানা নেই।
এই ছোট আপেল গুলোর নাম হচ্ছে অস্ট্রেলিয়ান আপেল। এই আপেল গুলো আমারও খুব পছন্দ। তবে এগুলো ছাড়া আমি অন্য কোনো আপেল খেতে পারি না। তাছাড়া ছোট কমলালেবু গুলো আমারও খুব পছন্দ। সামনে শীতকাল আসছে, আর তখন ছোট কমলালেবু খাওয়ার ধুম পড়ে যাবে আমাদের বাসায়। যাইহোক ১.৫ কেজি অস্ট্রেলিয়ান আপেল কিনেছিলেন,জেনে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমিও ভাইয়া শীতকালে ছোট কমলালেবু প্রচুর খাই।আপনার পছন্দ দেখছি আমার সাথে মিলে গেছে।
এই ছোট কমলালেবু গুলো সাউথ কোরিয়াতে থাকা অবস্থায় শীতকালে ১০/১৫ কেজির বক্স কিনে,ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিতাম। ফ্লোরে সেন্ট্রাল হিটার থাকতো, আর সেই তাপে কমলালেবু গুলো গরম হয়ে যেতো। আর তখন খেতে অনেক মিষ্টি লাগতো।