You are viewing a single comment's thread from:
RE: কক্সবাজার- অনুভূতির সতেজতায় আনন্দ ভ্রমণ (পর্ব-৬)
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ঔষধ খেয়ে হি হি হি।
একভাবে ভালো থাকলেই তো হলো😂। যাইহোক সাগরের বড় বড় ঢেউ দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া বড় বড় ঢেউ আসলে সমুদ্রে নেমে গোসল করতেও খুব ভালো লাগে। তবে এবার যখন ফেব্রুয়ারিতে অর্থাৎ শীতকালে কক্সবাজার গেলাম, তখন একেবারে ছোট ছোট ঢেউ এসেছিল। তাই গোসল করে ততোটা মজা পাইনি। যাইহোক বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও, আপনারা তখন বেশ মজা করেছিলেন ভাই। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
হুম কথা হলো ভালো থাকা নিয়ে হি হি হি। সত্যিই বেশ মজা করেছিলাম আমরা। ধন্যবাদ