ইংরেজি বছরকে বরণ করে নিতে যে পরিমাণে আনন্দ উল্লাস করা হয়,তার হাজার ভাগের এক ভাগ আনন্দ উল্লাসও করা হয় না বাংলা নববর্ষকে বরণ করে নিতে। আসলে দিনদিন আমরা বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকে পরছি। এটা আসলেই আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। যাইহোক বর্তমানে পহেলা বৈশাখে মেলার আয়োজন খুবই কম করা হয়। তাছাড়া পহেলা বৈশাখে তেমন কোনো আয়োজন করতেও দেখা যায় না। হয়তোবা কয়েক বছর পর পহেলা বৈশাখের কথা মানুষ মনেও করবে না সেভাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।