পহেলা বৈশাখ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পহেলা বৈশাখ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

পহেলা বৈশাখ উৎসব আমাদের বাঙ্গালীদের আরেকটা সবথেকে বড় উৎসব। এই পহেলা বৈশাখের সময় বাঙালিরা এই পহেলা বৈশাখের দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সেখানে এই পহেলা বৈশাখ উৎসব পালন করার জন্য বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান করা হচ্ছে। আসলে বাঙ্গালীদের জীবনে পহেলা বৈশাখ উৎসবকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে মানুষ ইংরেজি সালকে নিয়ে অনেক বেশি মাতামাতি করে। আসলে এটা কিন্তু বাঙালির লজ্জার একটা বিষয়। কারণ ইংরেজি সাল এই তো কদিন আগেই সৃষ্টি হল। পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই মানুষ এই বাংলা সনকে প্রাধান্য করে বিভিন্ন দিন গণনা করতো।



এখন বর্তমান সময়ে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আজকে বাংলায় কত সন সেটি কিন্তু সে কখনোই বলতে পারবে না। কিন্তু আপনি যদি বলেন আজকে ইংরেজিতে কত তারিখ সেটি কিন্তু সে নিমেষেই বলে দিতে পারবে। আসলে এটা কিন্তু একটা লজ্জার বিষয়। যে প্রাচীন জিনিসগুলো আমরা দিন দিন ভুলে যাচ্ছি সেইসব প্রাচীন জিনিসের মাধুর্য কিন্তু অনেকটা বেশি আমাদের জীবনে। চৈত্র মাসের চরম গরমের ভিতরে যখন বৈশাখ মাস আসে তখন বাঙ্গালীদের জীবনটা যেন রঙিন হয়ে যায়। কারণ বাঙালিরা তাদের পূর্বের যত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে এই পয়লা বৈশাখ দিনটি পালন করে।

আসলে আমরা যদি সবাই আমাদের সকল বিবাদ এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে সবাই মিলেমিশে এই পহেলা বৈশাখ অনুষ্ঠান পালন করি তাহলে আমরা এক সুন্দর সভ্যতা গড়ে তুলতে পারব। আসলে বাঙালিরা এই পয়লা উৎসবের দিনে বিভিন্ন ধরনের নতুন পোশাক পরে। বর্তমান সময়ে বাঙালিরা তাদের প্রাচীন ঐতিহ্য ভুলে যাচ্ছে। আগেকার মানুষের অর্থাৎ বাঙ্গালীদের প্রধান পোশাক ছিল ধুতি এবং পাঞ্জাবি। আর বর্তমানে মানুষ এইসব প্রাচীন পোশাক ভুলে গিয়ে ইংরেজদের পোশাক অর্থাৎ জামা প্যান্ট পড়ে চারিদিক ঘুরে বেড়ায়। আসলে এই পয়লা বৈশাখের দিনে আমরা দেখতে পাই সবাই তাদের সেই পুরনো ঐতিহ্যে ফিরে আসে।

বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই মিলে এই পহেলা বৈশাখ দিনটি খুব সুন্দর ভাবে আনন্দের সাথে উদযাপন করেন। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ছোট বড় মেলার সৃষ্টি হয়। যেখানে প্রাচীন কালের বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেই মেলার দোকানদাররা একই জায়গায় সমবেত হয়। আসলে এইসব মেলায় হারিয়ে যাওয়া বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আর এই দিনটিকেও সামনে রেখে বাঙালিরা নতুন করে শপথ করে পৃথিবীতে নতুন করে বাঁচার জন্য। আসলে আমরা যদি পূর্বের সকল কষ্ট এবং দুঃখকে ভুলে নতুন বছরের শুরু থেকে আবার পুনরায় চেষ্টা করি তাহলে আমরা অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

এছাড়াও এই পহেলা বৈশাখ দিনটি উদযাপন বর্তমান সময়ে অনেকটা কমে যাচ্ছে। কারণ মানুষ এখন তার পূর্বের ঐতিহ্যকে ভুলতে বসেছে। বর্তমানে আমরা বাইরে বের হলে দেখতে পাই যে কিভাবে বর্তমানের যুবসমাজ নতুন নতুন আধুনিক জিনিসপত্র গ্রহণ করার ফলে এইসব পূর্বের জিনিসপত্র ভুলতে বসেছে। আসলে তাদের কাছে পয়লা বৈশাখ সম্পর্কে কোন কিছু জানতে চাইলে তারা এই পয়লা বৈশাখের সঠিক ব্যাখ্যা কখনোই দিতে পারবে না। এছাড়াও আমরা সব সময় বিভিন্ন গ্রামাঞ্চলে গেলে দেখতে পাই যে সেখানকার মানুষেরা কিন্তু এখনো সেই আগের মতো করে এই পহেলা বৈশাখ দিনটি উদযাপন করে। কারন শহরের মানুষ সব কিছু ভুলে গেলেও সেই গ্রামের মানুষ কখনো তাদের পুরনো ঐতিহ্যকে ভোলে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 4 months ago 

ইংরেজি বছরকে বরণ করে নিতে যে পরিমাণে আনন্দ উল্লাস করা হয়,তার হাজার ভাগের এক ভাগ আনন্দ উল্লাসও করা হয় না বাংলা নববর্ষকে বরণ করে নিতে। আসলে দিনদিন আমরা বিদেশি সংস্কৃতির দিকে ঝুঁকে পরছি। এটা আসলেই আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। যাইহোক বর্তমানে পহেলা বৈশাখে মেলার আয়োজন খুবই কম করা হয়। তাছাড়া পহেলা বৈশাখে তেমন কোনো আয়োজন করতেও দেখা যায় না। হয়তোবা কয়েক বছর পর পহেলা বৈশাখের কথা মানুষ মনেও করবে না সেভাবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61497.04
ETH 2478.29
USDT 1.00
SBD 2.66