You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং পোস্ট:-শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।

in আমার বাংলা ব্লগ9 months ago

কিছু কিছু শত্রুতা কখনোই শেষ হয় না। কারণ শত্রু মারা গেলেও, শত্রুতার জের পরিবারের অন্য সদস্যরা টেনে নিয়ে যায়। যদিও এই ধরনের শত্রুতা সাধারণত জায়গা জমির ক্ষেত্রে বেশি ঘটতে দেখা যায়। আসলে কোনো মানুষ যখন কাউকে শত্রু মনে করে, তখন সে তার শত্রুকে ধ্বংস করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। মোটকথা যতোটা নিচে নামতে হয়,ততোটা নিচে নেমে যায়। শত্রুতা অবশ্যই উভয় পক্ষের জন্য ক্ষতি বয়ে আনে। তাই শত্রু হয়ে না,বরং আমাদের উচিত একে অপরের বন্ধু হয়ে বেঁচে থাকা। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Sort:  
 9 months ago 

আমাদের এদিকে জায়গা সম্পত্তি নিয়ে অনেক ফ্যামিলি ঝগড়া করে একদম নিঃস্ব হয়ে গেছে। এবং জায়গা সম্পত্তির ঝগড়াগুলো অনেকদিন পর্যন্ত থাকে। যাইহোক সুন্দর মন্তব্য করছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.46
ETH 2409.96
USDT 1.00
SBD 2.42