আহা! ঝোলা ভাত। পোস্টটি পড়ে তো একেবারে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল আপু। ছোটবেলায় অসংখ্যবার ঝোলা ভাত খেলেছিলাম। সবাই নিজের বাসা থেকে এটা সেটা নিয়ে এসে, রান্না করে সবাই একসাথে খাওয়ার মজাই ছিলো অন্য রকম। যা ই রান্না করা হতো না কেনো, প্রতিটি খাবার এতো সুস্বাদু লাগতো যা বলার বাহিরে। যদিও মেয়েরাই রান্না করতো। ঝোলা ভাত খাওয়ার পর আমরা আবার নাটকের মতো বিভিন্ন ধরনের অভিনয় করতাম। সেই দিনগুলো আসলেই মধুর ছিলো। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলে ছোটবেলার৷ কাজকর্ম বলে মনে পড়লে ইচ্ছে করে আবারো সেই শৈশবে ফিরে যাই। আমরাও এভাবে ঝোলা ভাত খাওয়ার পর অভিনয় করতাম।