You are viewing a single comment's thread from:
RE: ছেলেবেলার স্মৃতি -- " ছেলেবেলায় আকস্মিক একটি ঘটনায় স্তব্ধ হয়ে যাওয়া "
আগুন যে কতটা ভয়ংকর জিনিস, সেটা একেবারে ছোটবেলা থেকেই দেখে দেখে উপলব্ধি করতে পেরেছিলাম। আমাদের এদিকে তুলা এবং সুতার ফ্যাক্টরি অনেক। বিশেষ করে তুলার ফ্যাক্টরি অনেক বেশি। ছোটবেলায় দেখতাম রাতে ঘুমানোর পর গভীর রাতে এতো আগুন লেগেছে, মানুষের চিৎকারে ঘুম থেকে উঠে, এমন ভয়ংকর আগুন দেখে শরীরটা একেবারে কেঁপে কেঁপে উঠতো। তবে এখন অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সব তুলার ফ্যাক্টরিতে। তাই আগুন লাগলেও তৎক্ষনাৎ নিভিয়ে ফেলতে পারে। আপনাদের তখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা জেনে খুব ভালো লাগলো। কিন্তু রাতের বেলার আগুন খুবই ভয়াবহ রুপ ধারণ করে। যাইহোক ছোটবেলার স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আগুন খুব ভয়ের ব্যাপার।আর আগে তো বড় ব্রিডিং কম ছিল।এটাই ভয়ের কারন ছিল।সব টিনের ঘর।জ্বলতে সময় নিতো না।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।