বরফে ঢাকা ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে দিদি। তবে -৪° সেলসিয়াস ছিল যেহেতু রুম হিটার না থাকলে অবশ্যই কষ্ট হওয়ার ই কথা। আর সেজন্য রাতে ঘুমাতেও পারেননি। বেশি শীত লাগলে এমনিতেও ঘুম আসে না। আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম একদিন রুম হিটার নষ্ট হওয়ার কারণে অনেক কষ্ট করতে হয়েছিল। দক্ষিণ কোরিয়াতে প্রচুর শীত পড়ে। সর্বনিম্ন -২৬° সেলসিয়াসও ছিল ২০২১ সালের জানুয়ারি /ফেব্রুয়ারিতে। নর্থ সিকিমের এতো সুন্দর সুন্দর জায়গা দেখে শীত লাগার কষ্ট থাকার কথা না দিদি। খুব ভালো লাগলো পোস্টটি পড়ে এবং এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।