You are viewing a single comment's thread from:

RE: রিভিউ: ১৯৬২ ( দ্যা ওয়ার ইন দ্যা হিলস )

in আমার বাংলা ব্লগ3 months ago

এই ধরনের যুদ্ধের মুভি বা সিরিজ দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখার সময় মনের মধ্যে আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করে। তাছাড়া হিস্টোরিক্যাল সিরিজ দেখলে ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যায়। যাইহোক জায়গা দখল করা নিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশের এই ধরনের যুদ্ধ মনে হয় সবসময়ই ছিলো এবং এখনও আছে। যেমনটা আমরা দেখে থাকি ভারত পাকিস্তান কাশ্মীর নিয়ে যুদ্ধ করে, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া বর্ডার এরিয়া দখল করা নিয়ে যুদ্ধ করে থাকে। কিন্তু আমরা যুদ্ধ পছন্দ করি না,বরং সারা বিশ্বে শান্তি বিরাজ করুক সেটাই কামনা করি। যাইহোক চীন যতই চেষ্টা করুক না কেনো, কখনোই লাদাখ দখল করতে পারবে না। কারণ ভারত এটা কখনোই হতে দিবে না। ১২৫ জন ভারতীয় সেনা ৩০০০ জন চীন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল তখন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যাপার।

কিন্তু একটা চীন সৈনিক ওখানে ভুল বসত জীবিত ছিল আর সেই আবার ফোন করে লিন্কে জানিয়ে দেয় আর এই নিয়ে আবার গোলাগুলি শুরু হয়ে যায়।

সেই চীন সেনা যদি জীবিত না থাকতো, তাহলে তো পরবর্তীতে আর গোলাগুলি শুরু হতো না। তবে সদ্য বিয়ে করা গোপালের মৃত্যুর খবরটা জেনে খুব খারাপ লাগলো। যাইহোক এতো চমৎকার একটি সিরিজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63713.30
ETH 3389.19
USDT 1.00
SBD 2.62