You are viewing a single comment's thread from:

RE: দিল্লীর বিপক্ষে সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিং

in আমার বাংলা ব্লগ6 months ago

২০ ওভারে ২৭২ রান করে ফেলে কিভাবে, সেটা আমার বোধগম্য হয় না। কারণ হাই স্কোরিং ম্যাচেও সাধারণত টি-টোয়েন্টি তে ১৮০-২০০ রান হয়ে থাকে। ওয়ানডে ম্যাচে সাধারণত এমন স্কোর দেখা যায়। যাইহোক এই ম্যাচটি আমি দেখেছিলাম দাদা। যদিও পুরোটা দেখা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ এর সুনীল নারিন এর খেলা আমি অনেক আগে থেকেই দেখতাম। তবে নারিন আগে এতোটা ভালো ব্যাট করতে পারতো না। যদিও আগে মিডল অর্ডারে নামানো হতো তাকে। তবে ওপেনিংয়ে নামার পর থেকেই নারিন এর ব্যাটিং স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে। মাঝেমধ্যে নারিন এমনভাবে ব্যাটিং করে যে,কোনো বোলার ই পাত্তা পায় না। এবারের আইপিএল টুর্নামেন্টে এর আগেও বড় স্কোর দেখা গিয়েছে। হায়দ্রাবাদ ২৭৭ রান করেছিল মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে। যাইহোক আন্দ্রে রাসেল এর ব্যাটিং সবসময়ই উপভোগ করি। কলকাতার এবারের ব্যাটসম্যান গুলো দারুণ। আশা করা যায় এবারের আসরে কলকাতা অনেক ভালো অবস্থানে থাকবে। যাইহোক এতো চমৎকার ভাবে এই ম্যাচের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

২০ ওভারে ২৭২ রান করে ফেলে কিভাবে, সেটা আমার বোধগম্য হয় না। কারণ হাই স্কোরিং ম্যাচেও সাধারণত টি-টোয়েন্টি তে ১৮০-২০০ রান হয়ে থাকে। ওয়ানডে ম্যাচে সাধারণত এমন স্কোর দেখা যায়।

২৭২ রান আর কি, এই ম্যাচে তো ৩০০ রান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরী হয়েছিল। যদি না নারীন আর রাসেল পড়ে যেতো। তবে নারীন পড়লেও রাসেল যদি লাস্ট ২ ওভার খেলতে পারতো, তাহলেও পসিবল ছিল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61547.52
ETH 2377.14
USDT 1.00
SBD 2.58