RE: কালী পুজোর কিছু আলোকচিত্র ( পর্ব ১৪ )
দাদা গত পর্বে শেয়ার করা ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছিল। যাইহোক প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার গেইট দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি। একেবারে বিয়ে বাড়ির গেইট এর মতোই লাগছে। তবে প্যান্ডেলটি দেখে তো জাস্ট অবাক হয়ে গেলাম দাদা। এমন দৃষ্টিনন্দন প্যান্ডেল দেখে আসলেই চোখ ফেরানো যাচ্ছে না। অগ্রগামী সংঘ এককথায় দুর্দান্ত আয়োজন করেছে কালী পূজা উপলক্ষে। তাদের থিম কি ছিলো সেটা জানতে না পারলেও, ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। মুখোশের ডিজাইনটাও জাস্ট অসাধারণ হয়েছে। প্যান্ডেলের গায়ে পাখি এবং ঘোড়ার নিদর্শন দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে দাদা। তাছাড়া ফুলের ডিজাইন এবং হরিণের দৃশ্যও চমৎকার লাগছে দেখতে। সবকিছু কতো নিখুঁতভাবে তৈরি করেছে। লাইটিং ইফেক্ট সবকিছুর সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।