You are viewing a single comment's thread from:

RE: মধ্যরাতের আকুতি

in আমার বাংলা ব্লগ3 months ago

মানুষের মন-মানসিকতা আসলেই কেমন যেনো হয়ে গিয়েছে। বিপদে পরলে পায়ে ধরতেও সময় লাগে না,আবার বিপদ কেটে গেলে খবরও থাকে না। মূলত এসব কারণেই এখন বেশিরভাগ মানুষ কারো সাথে লেনদেন করে না। টাকা নেওয়ার সময় একরকম কথা,আর ফেরত দেওয়ার সময় অন্য রকম কথা। এমন অসংখ্য মানুষ চারপাশে দেখা যায়, পাওনা টাকা ফেরত চাইলে ঝগড়াঝাটি পর্যন্ত করে। যেহেতু আপনার ব্যাপারটা মাত্র ৩০০ টাকার, তো এটা কোনো ব্যাপার না। কিন্তু বড় এমাউন্ট হলে ব্যাপারটা কি হতো তাহলে। আমার এক ফ্রেন্ডকে আমি এক লক্ষ টাকা ধার দিয়েছিলাম তার বিয়ের সময়। ৮০,০০০ টাকা দুই মাস পর ফেরত দিলেও, বাকি ২০ হাজার টাকা ৫ বছর পর নিতে হয়েছিল চেয়ে চেয়ে। অথচ সে কিন্তু একেবারে স্বচ্ছল। ১০/১৫ হাজার টাকা করে এখনো ২/৩ জনের কাছে পাওনা রয়েছি, কিন্তু বেশ কয়েক বছর ধরে তারা টাকা শুধু দিয়েই যাচ্ছে, কিন্তু হাতে আর পেলাম না। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

Sort:  
 3 months ago 

আপনার ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59273.25
ETH 2758.24
USDT 1.00
SBD 2.28