You are viewing a single comment's thread from:

RE: খেলার মাঠের বড্ড অভাব

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যাঁ ভাই বর্তমানে খেলার মাঠ খুঁজেই পাওয়া যায় না। আমরা তো সারাদিন ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং আরো কতো ধরনের খেলা খেলতাম, কিন্তু এখনকার বাচ্চাদের সেই সুযোগ একেবারেই নেই। আসলে আমাদের দেশে পরিকল্পিত কাজ খুবই কম করা হয়ে থাকে। তাইতো বাধ্য হয়ে বাচ্চাদেরকে বাসায় আটকে রাখতে হয়। আর তখন একমাত্র ভরসা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। কিন্তু উন্নত দেশগুলোতে একেবারে ভিন্ন চিত্র। সাউথ কোরিয়াতে আমি যে বিল্ডিংয়ে থাকতাম, আমার বাসা থেকে হেঁটে গেলে মাত্র ৪/৫ মিনিট দূরত্বের মধ্যেই দুই তিনটা বিশাল বড় বড় পার্ক। পার্কের মধ্যে ফুটবল খেলার বিশাল মাঠ,একপাশে ব্যায়াম করার জন্য কিছু ইন্সট্রুমেন্টস,এক পাশে ঝর্ণা, আরও বিশাল জায়গা ছিলো। সবাই হাঁটাহাঁটি করতো, খেলাধুলা করতো, সবমিলিয়ে চমৎকার ব্যবস্থা। আসলে আমরা উন্নত দেশের মতো, আমাদের দেশে এতোটা আশা করি না। কারণ সেটা আশা করাও এক ধরনের বোকামি। তবে নূন্যতম যদি কোনো সুযোগ সুবিধা আমরা পেতাম, তাহলে কিন্তু আমরা উন্নত দেশের সাথে তুলনা করতাম না। আসলে দিনশেষে কিছুই করার নেই আমাদের। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60045.81
ETH 2420.35
USDT 1.00
SBD 2.43