অবশ্যই ভালোবাসা এবং ইভটিজিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দুতরফা ভালোবাসা উভয়ের সম্মতিতে হয় বলে বিরক্ত বা উত্ত্যক্ত করার প্রশ্নই আসে না। সেজন্য সেটা হয় মধুর সম্পর্ক। আবার একতরফা ভালোবাসা যদি সত্যি হয়,সেক্ষেত্রেও একে অপরকে ততোটা বিরক্ত করে না। কারণ তারা দূর থেকে ভালোবেসে যায়। কিন্তু যারা টাইম পাস করার জন্য কাউকে রাজি করাতে চায় কিন্তু পারে না,তখন বারবার বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। আর তখনই সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। আর সেটাকেই ইভটিজিং বলা হয়। ইভটিজিং এর শিকার হয়ে কতো মেয়ের যে জীবন নষ্ট হয়ে গিয়েছে, তার কোনো হিসাব নেই। আবার অনেক মেয়ের পড়াশোনা বন্ধ করে পরিবার থেকে বিয়ে দিয়ে দেয়। মোটকথা ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।